SIR in West Bengal: ‘মৃত ভোটার নিয়ে খেলে..,’ এবার কেন্দ্রীয় মন্ত্রীর ভয়ঙ্কর অভিযোগ! আধার নিয়ে চূড়ান্ত ‘দুর্নীতি’র দাবি বাংলায়
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
সিএএ আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের সময় ১০ বছর বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে সুকান্ত বলেছেন, CAA-তে কোনও পরিবর্তন আসেনি। ১৪ সালের পর কেউ এলে বাংলাদেশি নাগরিক হিসেবে ধরত। ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু এসে থাকলে তাদেরকে আর ডিটেক্ট করা যাবে না। তাদের পুলিশ অত্যাচার করতে পারবে না।
কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় আধার কার্ডে গরমিল নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে সংশোধনী নাগরিকত্ব আইন থেকে শুরু করে, কংগ্রেসের কার্যালয়ে আক্রমণ সহ একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখলেন বিজেপির প্রাক্তন সভাপতি।
রাজ্যের বিভিন্ন জেলায় আধার কার্ডে গরমিল নিয়ে সুকান্ত বলেন, “দক্ষিণ ২৪ পরগনার ১২৩% , কোচবিহার, র্শিদাবাদের আধার স্যাচুরেশন ১২১% অর্থাৎ,মানুষ ১০০ জন হলে আধার ১২৩টি ইস্যু হয়েছে।”
তিনি আরও বলেছেন, “এটার মাধ্যমে এরাজ্যে ভোট চুরি করে রাজ্যের সরকার ভোটে জিতেছে। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আধার কার্ড দেওয়া হয়েছে বলেই এই অবস্থা। সেটা বন্ধ করার জন্যই দরকার এরাজ্যে এসআইআর (SIR)৷ তৃণমূল কংগ্রেস এরাজ্যে ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে খেলে। এরাজ্যে এখন নির্বাচন কমিশন খেলতে শুরু করেছে। এসআইআর হলে এটা বন্ধ হবে।”
advertisement
advertisement
সিএএ আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের সময় ১০ বছর বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে সুকান্ত বলেছেন, CAA-তে কোনও পরিবর্তন আসেনি। ১৪ সালের পর কেউ এলে বাংলাদেশি নাগরিক হিসেবে ধরত। ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু এসে থাকলে তাদেরকে আর ডিটেক্ট করা যাবে না। তাদের পুলিশ অত্যাচার করতে পারবে না।
advertisement
এর পাশাপাশি ডিটেনশন ক্যাম্প নিয়ে তিনি বলেছেন, “গত কয়েকদিনে বাংলার পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশিকে ধরেছে। যাদের রাখা হয়েছে জেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো রাখেনি। এটাই ডিটেনশন ক্যাম্প। আমার জেলায় এক মুসলিম ছেলেকে মালয়েশিয়াতে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। অনুপ্রবেশকারীকে রাখা হবে ডিটেনশন ক্যাম্পে।”
advertisement
সুকান্ত মজুমদারের কথায়, ‘‘এর অর্থ আজকের গেজেট নোটিফিকেশন অনুযায়ী পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনও হিন্দুকে আর ফেরত পাঠানো হচ্ছে না। তারা যদি থেকে যায় আর ১১ বছর পর তারা ভারতবর্ষের আইন অনুযায়ী নাগরিকত্বের অ্যাপ্লাই করে নাগরিক হতে পারবে।’’ তিনি বলেন, এই আইন তাদের তৈরি করা না, অনেক আগে থেকেই এই আইন ছিল। সেই আইন অনুসারে ১১ বছর অটোমেটিক্যালি আজকের শরনার্থী হিন্দুরা ভারতের নাগরিক হবার আবেদন করতে পারবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 04, 2025 1:10 PM IST
