১২ এপ্রিলের উপনির্বাচন পিছিয়ে দেওয়া যায় কি না, তা বিবেচনা করে দেখতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছে রাজ্য সরকার৷ সোমবারই রাজ্যের তরফে নির্বাচন কমিশনকে এই চিঠি দেওয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু ওই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় উপনির্বাচন হলে পরীক্ষার্থীদের অসুবিধা হবে কিনা তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে শিক্ষা দফতরের সচিবের বৈঠক হয়৷ সেই বৈঠকের পরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় নবান্ন। শুধু উচ্চ মাধ্যমিক নয়, ওই সময় আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷
advertisement
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে 'বিপদ', বড় সিদ্ধান্ত নিলেন অনুব্রত মণ্ডল!
কমিশনের সিইও দফতর সূত্রে রাজ্য সরকারের সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করা হয়েছে৷ রাজ্যের প্রস্তাব দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে৷ তবে, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে দিন বদল করা হবে না বলেই সূত্রের খবর। আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷
আরও পড়ুন: কর্নাটকের সাগরে এ কোন জন্তু! মুহূর্তে করতে পারে ফালাফালা, জালে উঠতেই তোলপাড়
তাই রাজ্য সরকার মনে করছে, উচ্চমাধ্যমিকের মধ্যে উপনির্বাচন হলে যে এলাকাগুলিতে ভোট রয়েছে, সেখানে স্কুল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে৷ সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ কিন্তু এতদসত্ত্বেও দিন বদল হবে না বলেই ধারনা অধিকাংশের।