TRENDING:

মঞ্চ থেকে নেমে কর্মীদের পাশে ভূমিতে বসেই কর্মিসভা পরিচালনা করলেন মন্ত্রী 

Last Updated:

Minister Arup Roy: কর্মীদের সাথে মাটিতেই বসেই শুনলেন অভাব অভিযোগ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া :  চলছিল কর্মিসভা, মঞ্চ থেকে হঠাৎ করেই নীচে নেমে মাটিতে অন্য কর্মীদের সাথে মন্ত্রীমশাইও বসে পড়লেন মাটিতে | এই ছবি খুব একটা দেখা যায় না | এই পরিস্থিতিতে কী করবেন কর্মীরা বুঝে ওঠার আগেই নিজেই বলে উঠলেন 'বসে পড়ো সবাই'|  রবিবার সন্ধ্যায় এই ছবি ধরা পড়ল হাওড়ার শরৎ সদন প্রেক্ষাগৃহে | আর কাজটি যিনি করলেন তিনি আর কেউ নন, হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় |
র্মীরা বুঝে ওঠার আগেই নিজেই বলে উঠলেন 'বসে পড়ো সবাই'
র্মীরা বুঝে ওঠার আগেই নিজেই বলে উঠলেন 'বসে পড়ো সবাই'
advertisement

দুর্গাপুজোর পর বিধানসভা ধরে চলছিল বিজয়া সম্মিলনী , সেই সময় শারীরিক অসুস্থতার কারণে নিজের বিধানসভার অনুষ্ঠানেই থাকতে পারেননি অরূপ রায় | সামনে পঞ্চায়েত ভোট ও হাওড়া পুরসভার ভোটের সম্ভবনা, তাই কীভাবে মানুষের কাছে পৌঁছতে হবে দলীয় কর্মীদের, তা নিয়েই চলছিল মধ্য হওয়ার কর্মিসভা | সভায় প্রেক্ষাগৃহের আসন সংখ্যার থেকেও অনেক বেশি কর্মী জমায়েতের ফলে অনেকেই বসেছিল প্রেক্ষাগৃহের চেয়ারের নীচে, ভূমিতে |

advertisement

মঞ্চে নিজের বক্তব্য পেশের পর অন্য নেতা কর্মীদের বক্তব্য রাখার পালা, কর্মীদের দাবিদাওয়া সব কিছু মঞ্চে বসে না শুনেই সটান নেমে এসে, মঞ্চের নীচে বসে পড়লেন চেয়ারে বসার সুযোগ না পাওয়া কর্মীদের পাশেই বসে পড়লেন অরূপবাবু | অনেকেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেও এক ধমকেই বসিয়ে দিলেন তিনি | অনুষ্ঠান শেষে ওখানেই বসেই কর্মীদের সঙ্গে ছবিও তুললেন |

advertisement

আরও পড়ুন :  আজ থেকে চার দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন রাজস্থানের আজমের শরীফ ও পুষ্করেও

এর আগে হাওড়ার এক তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রীকে বহুবার মঞ্চে দাঁড়িয়ে নাম না করেই অরূপকে কর্মী বিদ্বেষী বলে কটাক্ষ করতে দেখা গিয়েছিল | সেই নেতার তোলা অভিযোগকে মিথ্যে প্রমাণ করতেই কি এমন কাজ ?   প্রশ্নের উত্তরে অরূপের দাবি, তিনি সবসময়ই কর্মীদের ভালমন্দের সঙ্গী | " বাড়িতেও সকাল বিকেল কর্মীদের অবাধ বিচরণের অনুমতি রয়েছে , মিটিং মিছিলে কর্মীদের সঙ্গেই পথ চলতে ভালবাসি | কারওর কাছে নিজেকে প্রমাণ করতে আমাকে মাটিতে বসতে হয় না" , দাবি অরূপ বাবুর |

advertisement

আরও পড়ুন :  লক্ষ্য ২০২৪! শুরু হচ্ছে বিজেপির দুদিনের মন্থন বৈঠক, ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তিনি আরও বলেন " কর্মীরা আমার বিরুদ্ধে কোনওদিন কোনও অভিযোগ করেননি | যে দিন কর্মীরা আমার প্রতি বিরূপ হবেন সেদিন আমি আর মন্ত্রী থাকব না | কর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দল করেছি | যতদিন বাঁচব তত দিন কর্মীরাই আমার শক্তি |" অন্য দিকে কর্মীদের দাবি, " অরূপবাবু সবসময় আমাদের ভরসা ভালবাসা | তাই অরূপদা আজ আমাদের পাশে একসঙ্গে মাটিতে বসে  সন্মান বাড়িয়ে দিলেন |"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মঞ্চ থেকে নেমে কর্মীদের পাশে ভূমিতে বসেই কর্মিসভা পরিচালনা করলেন মন্ত্রী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল