আর মাত্র দু-মাস। তারপরেই পুজো। কলকাতা সাজতে শুরু করেছে ইতিমধ্য়েই। বড়বড় ক্লাবগুলির উত্তেজনাও তুঙ্গে। উদয়ন সংঘের যে পোস্টার পড়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে নাকতলার উদয়নে থাকব আমরা এলাকাবাসী। ২৭ অগাস্ট সকাল ১১টায় আরম্ভ আমাদের আগমনীর প্রচার। এলাকার ৮ থেকে ৮০ সকলের ভাবনায় রং তুলিতে রঙিন হবে ক্যানভাস। বাংলার ঐতিহ্য বাঙালির আবেগ দুর্গাপুজো দেখবে এক নতুন সূর্যর ভোর। নাকতলাবাসীর পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ। পোস্টার ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে রাজনৈতিক মহলেও।
advertisement
আরও পড়ুন: ‘ভারতীয় রাজনীতির খুব বাজে একটা দিন’, অধীরের পাশে তৃণমূল!
পোস্টারে আরও নজর কেড়েছে আরও একটি লেখা। যেখানে উল্লেখ হয়েছে, নতুন সূর্যের ভোরে আমাদের মাঝে থাকবেন যিনি, তাঁকে আমরা বলি ‘তুমি আমাদেরই লোক’। আর সেখানে রয়েছে টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায় টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ পরামর্শদাতা করা হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ার পুজো বলেই পরিচিত নাকতলা উদয়ন ক্লাবের পুজো। ঠিক যেমন একডালিয়া এভারগ্রিন সুব্রত মুখোপাধ্য়ায়ের পুজো কিংবা চেতলা অগ্রণী ফিরহাদ হাকিমের। গোড়া থেকে এই ক্লাবের পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত থেকেছেন পার্থ। অপরদিকে দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক হলেও এই পুজোর সঙ্গে তেমনভাবে জড়িত ছিলেন না অরূপ বিশ্বাস। কিন্তু এখন ছবিটা অন্যরকম।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ক্লাবের। এবার পুজো থেকে পাকাপাকি ভাবেই বাদ তিনি।গ্রেফতারির আগে অবধি নাকতলা উদয়ন সংঘের চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। নাকতলা উদয়ন সংঘের পুজো পরিচিত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই। তারপরে সামনে আসে শিক্ষা-নিয়োগ দুর্নীতির ছবি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ, গয়নার পাহাড়। শিক্ষা দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। তারপরে অর্পিতা এবং পার্থ দুজনেই গ্রেফতার হন। তারপরেই পার্থর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ক্লাব-কর্তারা। নাকতলা উদয়ন সংঘের পুজোর পোস্টার থেকে সরিয়ে নেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের নাম। পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ার ক্লাবে প্রধান পরামর্শদাতা অরূপ বিশ্বাস।
আরও পড়ুনঃ মা, মা…! চোখের নিমেষে ছিটকে পড়ল ৩ বছরের মেয়ে, মায়ের সামনেই ছিন্নভিন্ন শিশু
কর্মকর্তারা গত বছরেই জানিয়েছিলেন পার্থর গ্রেফতারিতে পুজোর আড়ম্বরে ভাঁটা পড়বে না। কথা রেখেছেন তাঁরা। তবে এবার পাকাপাকিভাবেই বাদ পড়লেন তিনি।