Adhir Chowdhury Tmc: 'ভারতীয় রাজনীতির খুব বাজে একটা দিন', অধীরের পাশে তৃণমূল!
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Adhir Chowdhury Tmc: অধীরের পাশে তৃণমূল।
রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় কোপে পড়তে হল কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীকে? প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ শেষ হওয়ার পর অধীর চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাবনা উপস্থাপন করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ পাঠানো হয়েছে কমিটিতে। স্বাধীকার কমিটির রিপোর্ট আশা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে অধীর চৌধুরীকে। তারপরেই কেন্দ্রের সমালোচনায় সরব ইন্ডিয়া জোট। তাৎপর্যভাবে অধীরের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অধীরের সাসপেন্ড সমালোচনা করে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও তিনি লোকসভায় বিরোধী দলের নেতা। তাঁকে এভাবে সাসপেন্ড করা ঠিক নয়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অধীর চৌধুরীর বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ভাবে কিছু জায়গায় বিরোধ থাকতে পারে তবে তিনি লোকসভায় বিরোধী দলের নেতা। তিনি আজ দেশের সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন সেই জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অবশ্য সাসপেন্ড করার পিছনে অন্য কারণ দেখানো হয়েছে।” তিনি আরও বলেন, ” ভারতীয় রাজনীতির খুব বাজে একটা দিন। একটা কথা স্পষ্ট, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেই বলুন তাঁকে সবরকম চেষ্টা করা হবে আটকানোর জন্য।” অধীরের পাশে দাঁড়িয়ে কল্যাণ বলেন, ” আমি স্পিকারের সম্পর্কে কিছু বলছি না। বিজেপি তো প্রস্তাবনা এনেছে। তাঁর অনুপস্থিতিতে এটা করা উচিত হয়নি। এটা তো কাল সকালেও করা যেত।”
advertisement
advertisement
অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব জমা দেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাস হয়৷ এর ফলে সাসপেন্ড হন অধীর৷ লোকসভার প্রিভিলেজ কমিটি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি৷ অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্রমাগত সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং দেশের ভাবমূর্তিকে অপমান করার অভিযোগ আনেন প্রহ্লাদ যোশী৷
advertisement
প্রহ্লাদ যোশী অভিযোগ করেন, বার বার সতর্ক করা সত্ত্বেও অধীর চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলেন৷ এমনকি দেশের ভাবমূর্তির প্রতি অবমাননাকর মন্তব্য করেও অধীর ক্ষমা চান না বলে অভিযোগ করেন প্রহ্লাদ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 11, 2023 9:16 AM IST










