TRENDING:

SSC: আধ ঘণ্টার মধ্যে ব্যবস্থা করতে হবে মহিলা শৌচালয়ের, নইলে এসএসসি ভবনের ভিতরে প্রবেশের 'হুঁশিয়ারি' চাকরিহারাদের

Last Updated:

এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন কর্মীরা। আটকে রয়েছেন চেয়ারম্যানও। সুরাহা না মেলা পর্যন্ত কাউকে বেরোতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। 'ঘেরাও' চলবে বলে জানিয়েছেন তাঁরা। আধ ঘণ্টার মধ্যে মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা না করলে এসএসসি ভবনের ভিতরে প্রবেশ করবেন বলেও চরম হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন কর্মীরা। আটকে রয়েছেন চেয়ারম্যানও। সুরাহা না মেলা পর্যন্ত কাউকে বেরোতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। ‘ঘেরাও’ চলবে বলে জানিয়েছেন তাঁরা। আধ ঘণ্টার মধ্যে মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা না করলে এসএসসি ভবনের ভিতরে প্রবেশ করবেন বলেও চরম হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা শিক্ষকরা। এর মাঝেই এসএসসি ভবনের ভিতর থেকে খাবার অর্ডার করা হয়েছিল। সেই খাবার ডেলিভারিও হয়। তবে ভিতরে যেতে বাধা দেন বিক্ষোভকারীরা। খাবারের প্যাকেট ছিঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। অভিযোগ, খাবার ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।এই প্রসঙ্গে এক আন্দোলনকারীর বক্তব্য, ‘আমরা সারাদিন না খেয়ে আছি। হকের লড়াই লড়ছি। কিন্তু ওনারা ওনাদের জন্য স্বাদের, পছন্দের খাবারের ব্যবস্থা করে রাখছেন। আমাদের খাবার কথা তো ওনারা ভাবার প্রয়োজন মনে করছেন না। কিন্তু নিজেদের খাবারের চিন্তা করে রাখছেন।’ আরেক আন্দোলনকারী জানান, ‘আমাদের মুখের খাবার কেড়ে নিয়েছেন। উনি খেতে পারছেন কী করে? মানুষের মধ্যে পড়েন?’
চরম হুঁশিয়ারি চাকরিহারাদের।
চরম হুঁশিয়ারি চাকরিহারাদের।
advertisement

আরও পড়ুন: এবারেও হল না দাবিপূরণ! ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ৬ চাকরিহারা শিক্ষক

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও আজ যোগ্য-অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল আজ বৈঠকে বসেছিল এসএসসি ভবনে। কিন্তু কোনও ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। সুরাহা হয়নি। এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফোর্থ কাউন্সেলিং থেকে বাকি কাউন্সেলিং বাতিল। তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত বৈধ। এই বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই ধুন্ধুমার পরিস্থিতি এসএসসি ভবন চত্বরে। আচার্য সদনের সামনে বিক্ষোভে বসেছেন চাকরিহারার। রাতভর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এসএসসি ভবনের দুটো গেট বন্ধ করে রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন: যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

হুঁশিয়ারি দিয়ে চাকরিহারা বিক্ষোভরতরা জানিয়েছেন, ‘কাউকে বেরোতে দেওয়া হবে না। আমরাও কোথাও যাব না। কর্মী, চেয়ারম্যান কাউকে বেরোতে দেওয়া হবে না।’ এর পাশাপাশি রাতভর এসএসসি- র চেয়ারম্যানকে ‘আটকে, ঘেরাও করে রাখার’ হুঙ্কারও দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। সন্ধেবেলায় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিও হয়েছে চাকরিহারাদের। এসএসসি ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন তাঁরা। তারপর বাধা পেয়ে বসে পড়েন রাস্তাতেই। সূত্রের খবর, আচার্য সদনের আশপাশের বাড়ির বাসিন্দাদের সঙ্গেও মেজাজ হারিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। অবশ্য এই সমস্যা কিছুক্ষণের মধ্যে মিটে যায়। তবে চাকরিহারা বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন, সুরাহা না মেলা পর্যন্ত অবস্থা-ঘেরাও চলবে। তাঁরা কাউকে ছেড়ে কথা বলবেন না, তা তিনি যেই হোন না কেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: আধ ঘণ্টার মধ্যে ব্যবস্থা করতে হবে মহিলা শৌচালয়ের, নইলে এসএসসি ভবনের ভিতরে প্রবেশের 'হুঁশিয়ারি' চাকরিহারাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল