SSC: এবারেও হল না দাবিপূরণ! ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ৬ চাকরিহারা শিক্ষক

Last Updated:

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল৷ চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার চাকুরিজীবী৷

ফাইল ছবি
ফাইল ছবি
advertisement
কলকাতা: এবার ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ৬ চাকরিহারা। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে দেখা করার পরে দাবী পূরণ না হওয়ায় অনশনের সিদ্ধান্ত নেন তাঁরা। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে।  কিন্তু সেই তালিকা প্রকাশ হয়নি।
advertisement
শিক্ষকদের ১৪ জন প্রতিনিধি গিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলতে। বিক্ষোভ সামলাতে গিয়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। পুলিশের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিক্ষোভ থেকে উঠছে জাস্টিস স্লোগানও। বিক্ষোভ সামলাতে সব রকম ভাবে প্রস্তুত হচ্ছে পুলিশ। ক্ষুব্ধ শিক্ষকেরা জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে রাতভর বিক্ষোভ করবেন তাঁরা।
advertisement
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল৷ চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার চাকুরিজীবী৷ এর মধ্যে ছিলেন চিহ্নিত ‘অযোগ্যে’রাও৷ শিক্ষকদের স্পষ্ট দাবি, যেভাবে হোক যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে।  তালিকা না প্রকাশ করা পর্যন্ত তাঁরা অবস্থানে অনড় থাকবেন। অন্যদিকে আবারও আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করলেন বলেই জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: এবারেও হল না দাবিপূরণ! ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ৬ চাকরিহারা শিক্ষক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement