SSC recruitment case: যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
SSC recruitment case: যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে। প্রায় ১৯ হাজার যোগ্য প্রার্থীর তালিকা সোমবার সন্ধে ৬টা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৭টা বাজলেও সেই তালিকা প্রকাশ হয়নি।
কলকাতা: যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে। প্রায় ১৯ হাজার যোগ্য প্রার্থীর তালিকা সোমবার সন্ধে ৬টা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৭টা বাজলেও সেই তালিকা প্রকাশ হয়নি।
চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি আজই তালিকা প্রকাশ করতে হবে। কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, তালিকা প্রকাশ না হলে সারারাত বিক্ষোভ দেখাবেন। বিক্ষোভ সামলাতে এসএসসি দফতরের সামনে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
advertisement
বিক্ষোভ সামলাতে গিয়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। পুলিশের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিক্ষোভ থেকে উঠছে জাস্টিস স্লোগানও। বিক্ষোভ সামলাতে সব রকম ভাবে প্রস্তুত হচ্ছে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, সোমবার যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সেই মতো দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন জড়ো হন চাকরিহারারা। পরে বিক্ষোভ শুরু হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 7:53 PM IST