TRENDING:

Arindam Sen : আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠির ঘটনায় ধৃত চিকিৎসক অধ্যাপক অরিন্দম সেন আশৈশব পড়াশোনায় তুখোড় ও বইমুখী

Last Updated:

Arindam Sen : অরিন্দমের মা স্কুলে দিয়ে আসা ও নিয়ে আসা করতেন। ফলে বাইরে জগতে সঙ্গে সম্পর্কবিহীন অরিন্দম পড়াশোনাতে তুখোড় হলেও নিজের মধ্যে ডুয়াল ক্যারেক্টার ধীরে ধীরে তৈরী হয়েছিল বলে অনুমান মনোবিদদের একাংশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) হুমকি চিঠির ঘটনায় ধৃত  চিকিৎসক অধ্যাপক অরিন্দম সেন (Arindam Sen) ছোট থেকেই বইমুখী ছিলেন।  অরিন্দমের মা স্কুলে দিয়ে আসা ও নিয়ে আসা করতেন। ফলে বাইরে জগতে সঙ্গে সম্পর্কবিহীন অরিন্দম পড়াশোনাতে তুখোড় হলেও   নিজের মধ্যে ডুয়াল ক্যারেক্টার ধীরে ধীরে তৈরী হয়েছিল বলে অনুমান মনোবিদদের একাংশের।
advertisement

বিভিন্ন জনকে হুমকি চিঠি পাঠিয়ে ভয় দেখানোতেই আনন্দ পেতেন অরিন্দম সেন, ধৃতকে জেরা করে অনুমান গোয়েন্দাদের। জয়েন্টও খুব ভাল রেজাল্ট করেছিল অরিন্দম। সারা ক্ষণ ঘেরাটোপে থাকার ফলেই কি এমন আচরণ ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। এমনকি অভিযোগ, কেপিসি মেডিক্যাল কলেজের চিকিৎসক জুলি ভট্টাচাৰ্যকেও  অরিন্দম চিঠি পাঠিয়েছিলেন  ভয় দেখানোর জন্য। বেশিরভাগ চিঠি ‘গৌরহরি মিশ্র’ নাম করে পাঠানোয় প্রত্যেকে চিঠি রাজাবাজারে সায়েন্স কলেজে এসে জমা দিতেন ।

advertisement

আরও পড়ুন : বাঘাযতীন দুর্ঘটনার পরও ফেরেনি হুঁশ, পারমিটহীন বাস কলকাতার রাজপথে

বাকি আরও যাঁদের নাম করে চিঠি পাঠাতেন অরিন্দম, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তাদের নাম ব্যবহার করেছেন? এর পিছনে কি কোনও পুরোনো ঝামেলা ছিল?

আরও পড়ুন : করোনা চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্র কেনার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

advertisement

অনুমান, প্রতিহিংসার জন্যই গৌরের নামে হুমকি চিঠি পোস্ট করেছিলেন তিনি। সহকর্মী চিকিৎসক জুলি ভট্টাচাৰ্যকে হুমকি চিঠির পিছনে এমনই কোনও পুরনো কারণ লুকিয়ে আছে বলে অনুমান গোয়েন্দাদের। মনে করা হচ্ছে, মহিলাদের থেকে প্রত্যাখ্যাত হলেই বেজায় চটে যেতেন অরিন্দম। হুমকি চিঠি দিয়ে আনন্দ উপভোগ করতেন অরিন্দম, তেমনটাই অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুন : কৃত্রিম ঘাটে ছট পুজোর রীতি পালন, মাস্ক পরা ভক্ত খুঁজতে হল দূরবীন দিয়ে! কোথায় শারীরিক দূরত্ব?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

গোয়েন্দা সূত্রে খবর, ধৃত  টাইপিস্ট বিজয় জেরায় জানান,  টাইপের জন্য প্রতি কপি ৫০ টাকা করে নিলেও হুমকি চিঠির জন্য তিনি প্রতি চিঠি ১০০ টাকা নিতেন অরিন্দমের থেকে। গোয়েন্দাদের কাছে  রাতে কোল্ড ড্রিঙ্কস ছাড়াও রসগোল্লা খেতে চান অরিন্দম । কারণ এগুলো না খেঁলে তার ঘুম আসে না। ফলে অরিন্দম সেনকে সামলানো গোয়েন্দাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arindam Sen : আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠির ঘটনায় ধৃত চিকিৎসক অধ্যাপক অরিন্দম সেন আশৈশব পড়াশোনায় তুখোড় ও বইমুখী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল