অনুব্রত চিঠিতে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না৷ সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত৷ দিদির পুলিশের কাছে একবার কেন ১০০ বার ক্ষমা চাইতে পারি৷ আসলে আমি নানা ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়৷ সত্যি আমি দুঃখিত৷ কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মহকুমা বোলপুর সিউড়ি রামপুরহাট বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কী করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোনও চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী৷’
advertisement
আরও পড়ুন : IC-কে কদর্য ভাষা! অডিও কাণ্ডে ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রতকে…নাহলে
অডিও ক্লিপে বোলপুরের আইসির সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা গিয়েছে অনুব্রতকে। এমনকী, তাঁর পরিবার নিয়ে আক্রমণ করতে শোনা যাচ্ছে তাঁকে। আইসি-কে থানা থেকে টেনে বার করে মারধর করার হুমকি দিচ্ছেন তিনি। অডিও ভাইরাল হতেই চূড়ান্ত বিপাকে পড়লেন কেষ্ট৷ এবার পাশে দাঁড়াল না দল তৃণমূলও৷ দুপুর ২টো ৩২ এই দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ‘চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রতকে৷’
এদিন তৃণমূলের সম্পর্কে পোস্ট করে লেখা হয়েছে, ‘অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি’।
আরও পড়ুন:‘জয়েনও করব না, বেতনও নেব না,’ পরিষ্কার জানিয়ে দিলেন অনিকেত! পোস্টিং বিতর্ক গড়াল আদালতে
পোস্টে তৃণমূল লিখেছে, ‘দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে’৷
সূত্রের খবর, এছাড়াও সরিয়ে নেওয়া হয়েছে অনুব্রতর জন্য বরাদ্দ ৫ জন হাউস স্টাফকে৷ তাঁর জন্য বরাদ্দ ১টি গাড়িও সরিয়ে নেওয়া হয়েছে৷
কিছুদিন আগেই অনুব্রত দাবি করেন, ‘‘বোলপুরের আইসি লোককে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছেন। এমনকী, বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছেন। আমি ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে এসপি পর্যন্ত সবার কাছে ফোন করে ওকে অপসারণের দাবি জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। এবার নিজেদের সরকারের পুলিশের বিরুদ্ধে নিজেই ডেপুটেশন দিতে পারি না।”
কিন্তু এবার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ অনুব্রতর বিরুদ্ধেই 75, 132, 224, 351 bns এই সমস্ত ধারায় মামলা করেছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রে এমনই খবর। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশের তরফে জানানো হয়, মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে, কীভাবে এই অডিও প্রকাশ্যে এল, তা নিয়েও তদন্ত হবে। এমনই জানান বীরভূম জেলার পুলিশ সুপার আমানদ্বীপ। গোটা বিষয়টিতে কড়া নজরদারি করছে শাসক দল। সূত্রের খবর শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছেন।