Anubrata Mondal Viral Audio: IC-কে কদর্য ভাষা! অডিও কাণ্ডে ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রতকে...নাহলে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ অনুব্রতর বিরুদ্ধেই 75, 132, 224, 351 bns এই সমস্ত ধারায় মামলা করেছে বীরভূম জেলা পুলিশ।
কলকাতা: বোলপুরের আইসি-কে কদর্য ভাষায় গালাগালি, চুলের মুঠি ধরে বের করে এনে মারধরের হুমকি! অডিও ভাইরাল হতেই চূড়ান্ত বিপাকে পড়লেন অনুব্রত মণ্ডল৷ এবার কেষ্টর পাশে দাঁড়াল না তাঁর দল তৃণমূলও৷ দুপুর ২টো ৩২-এই তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ‘চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রতকে৷’
এদিন তৃণমূলের তরফে পোস্ট করে লেখা হয়েছে, ‘অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি’।
পোস্টে তৃণমূল লিখেছে, ‘দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে’৷
advertisement
advertisement
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ ছাড়াও সরিয়ে নেওয়া হয়েছে অনুব্রতর জন্য বরাদ্দ ৫ জন হাউস স্টাফকে৷ সরানো হয়েছে তাঁর জন্য বরাদ্দ ১টি গাড়িও৷
advertisement
The party unequivocally disassociates and does not endorse the comments made by Anubrata Mondal against a police officer.
We strongly condemn his use of derogatory & unacceptable abusive language.
The party hereby instructs him to tender an unconditional apology within the…
— All India Trinamool Congress (@AITCofficial) May 30, 2025
advertisement
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শুক্রবার সকালে এক অডিও পোস্ট করে এমনই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক অডিও ক্লিপ পোস্ট করে তিনি দাবি করেছেন, বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি দিচ্ছেন অনুব্রত।
অডিও ক্লিপে বোলপুরের আইসির সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে অনুব্রতকে। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা৷ অডিওয় ওই পুলিশ আধিকারিকের পরিবার নিয়েও আক্রমণ করতে শোনা যাচ্ছে কেষ্টকে। আইসি-কে থানা থেকে টেনে বার করে মারধর করার হুমকি দিচ্ছেন তিনি।
advertisement
কিছুদিন আগেই অনুব্রত দাবি করেন, ”বোলপুরের আইসি লোককে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছেন। এমনকী বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছেন। আমি ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে এসপি পর্যন্ত সবার কাছে ফোন করে ওকে অপসারণের দাবি জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। এবার নিজেদের সরকারের পুলিশের বিরুদ্ধে নিজেই ডেপুটেশন দিতে পারি না।”
advertisement
কিন্তু এবার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ অনুব্রতর বিরুদ্ধেই 75, 132, 224, 351 bns এই সমস্ত ধারায় মামলা করেছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রে এমনই খবর। এছাড়াও, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশের তরফে জানানো হয়, মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে, কীভাবে এই অডিও প্রকাশ্যে এল, তা নিয়েও তদন্ত হবে। এমনই জানান বীরভূম জেলার পুলিশ সুপার আমানদ্বীপ। গোটা বিষয়টিতে কড়া নজরদারি করছে শাসক দল। সূত্রের খবর শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 30, 2025 3:12 PM IST