আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের!
অনুব্রতর আইনজীবীর তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার প্রমাণস্বরূপ হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি সিজিও দফতরে জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিবিআই-কে লেখা চিঠিতে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, যেহুতু তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন, তাই আপাতত বাড়ি থেকে হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
advertisement
১৭ দিন ভর্তি থাকার পর শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূল নেতা ৷ তার পর ২৪ ঘণ্টা পেরনোর আগেই গরুপাচার মামলায় তাঁকে ফের তলব করে সিবিআই। এই নিয়ে ষষ্ঠবার। ২৩ এপ্রিল, শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় অনুব্রত মণ্ডলকে । গত ৬ এপ্রিলও তাঁকে তলব করে সিবিআই৷ কিন্তু নিজাম প্যালেসে যাননি তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷ অসুস্থ হওয়ায় ওই দিনই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত৷ চিঠি দিয়ে নিজের অসুস্থতার কথা সিবিআই-কে জানিয়েছিলেন তৃণমূল নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে অবশ্য অনুব্রত মণ্ডলকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল ৷
আরও পড়ুন: রবিবারই সময়সীমা শেষ! বাবুঘাট চত্বর থেকে সরছে বাস স্ট্যান্ড?
গতকাল, বিকেল ৪টে ৫০ নাগাদ অনুব্রতর ফ্ল্যাটে পৌঁছে যান সিবিআইয়ের দুই প্রতিনিধি। জানা যায়, CBI-এর তরফে অনুব্রত মণ্ডলকে তলবের জোড়া নোটিস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, গরুপাচার ছাড়াও ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে নিজাম প্যালেসের ১৪তলায় হাজিরা দিতে হবে। সময় বেঁধে দেওয়া হয়েছে রবিবার সকাল ১১টা। তবে, আজ, শনিবার অনুব্রত সিবিআইকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যালেসে যেতে পারছেন না। পরিবর্তে আগামিকাল দুপুর দেড়টার সময় সিজিও কমপ্লেক্সে যাবেন তাঁর আইনজীবী।
Venkateshwar Lahiri