Kolkata News|| রবিবারই সময়সীমা শেষ! বাবুঘাট চত্বর থেকে সরছে বাস স্ট্যান্ড?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Babu ghat Bus Stand: সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷
#কলকাতা: ১১ এপ্রিল বাবুঘাট থেকে পাকাপাকি ভাবে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল পরিবহণ দফতর৷ কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের সচিব বিভিন্ন বাস-মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে৷ সেই সময়সীমা শেষ হচ্ছে আগামিকাল। বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরানোর শেষ দিন রবিবার।
যাত্রী ও পরিবেশ কর্মীদের মনে একটা বড় প্রশ্ন, আদৌ বাস সরবে তো বাবুঘাট থেকে?
সরকারের নির্দেশ সত্ত্বেও বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে বাস সরাতে রাজি নয় বাস মালিকরা। বাসস্ট্যান্ড সরানো নিয়ে শুরু তরজা। চলতি মাসের ১১ তারিখ ১৮ রুটের বাস বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে সরানোর নির্দেশ দেয় পরিবহণ দফতর। বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত অতিরিক্ত ১২ কিমি বাস চললে খরচ বাড়বে। জ্বালানির দাম ও টোলের টাকা নিয়েও উঠছে প্রশ্ন। সাঁতরাগাছিতে বাস সরাতে গেলে বদলাতে হবে রুট পারমিটও। বাসস্ট্যান্ড সরালে বাস না চালানোর হুমকি বাসকর্মীদের।
advertisement
advertisement
আদালতের নির্দেশ মেনেই সিদ্ধান্ত, দাবি পরিবহণ দফতরের।সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের জন্যও বাবুঘাটের এই বাস স্ট্যান্ডকেই দায়ী করা হয়৷ বাস স্ট্যান্ড থাকায় বাবুঘাট চত্বর নোংরাও হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ৷
advertisement
এই মুহূর্তে বাবুঘাট থেকে মূলত দূরপাল্লার বাস ছাড়ে৷ এ ছাড়াও কিছু কলকাতার সঙ্গে শহরতলিতে যাতায়াতকারী কিছু বেসরকারি বাসও বাবুঘাট থেকে ছাড়ে৷ পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে এই সব বাসকেই সাঁতরাগাছিতে সরে যেতে হবে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের মতো একাধিক সংগঠনকে পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ অতীতেও বাস স্ট্যান্ড সরানোর তোড়জোড় হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ পরিবহণ দফতরের এ বারের নির্দেশের পর শেষ পর্যন্ত তা কার্যকর হয় কি না, সেটাই দেখার৷
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2022 12:01 PM IST