Anubrata Mandal: হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Anubrata Mandal Summoned By CBI: বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে গত ২ মে। সেই ঘটনায় এই নিয়ে তৃতীয় নোটিশ দিলো সিবিআই।
#কলকাতা: ভোট পরবর্তী হিংসা ঘটনায় অনুব্রত মণ্ডলকে এবার ফের নোটিশ দিল সিবিআই। আগামিকাল, রবিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই। বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে গত ২ মে। সেই ঘটনায় এই নিয়ে তৃতীয় নোটিশ দিল সিবিআই। একদিকে ভোট পরবর্তী হিংসা ঘটনা অন্যদিকে গরুপাচার, জোড়া চাপে পড়লেন অনুব্রত! এদিন বিকেল সাড়ে ৫ টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।শনিবার দুপুরেই তাঁর চিনার পার্কের বাড়িতে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল, শুক্রবারই এসএসকেএম হাসপাতাল ছাড়া পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে আপাতত স্থিতিশীল রয়েছেন অনুব্রত। ফলে তাঁকে এই অবস্থায় জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে।
১৮ দিন আগেই অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। সেসময় বীরভূম থেকে কলকাতায় এলেও হাজিরা দেওয়ার দিন নিজাম প্যালেসে যাওয়ার পরিবর্তে অনুব্রত চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষার পর তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়।
তবে অনুব্রতর আইনজীবী সঞ্জীব কুমার দাঁ জানিয়েছেন, তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি হওয়ার পরই চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছিলেন সিবিআই কর্তাদের। এবারও তেমন চিঠি দিয়ে সমস্তটাই জানাবেন তিনি। চিকিৎসকরা অনুব্রত মণ্ডলকে কী নির্দেশ দিয়েছেন তাও বিস্তারিত জানাবেন।
advertisement
advertisement
শনিবার অনুব্রত মণ্ডলের গাড়িতে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন তাঁর আইনজীবী। অন্যদিকে সিবিআইয়ের তরফে এদিন দু'জন হাজির হন অনুব্রত মণ্ডলের বাড়িতে। তাঁর আইনজীবী বেরোতেই সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই অফিসার আসেন অনুব্রতর বাড়িতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2022 5:33 PM IST