TRENDING:

Anubrata Mondal: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!

Last Updated:

Anubrata Mondal: 'সাধারণ মানুষের করের টাকা থেকে কেন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ বহন করা হবে? ওর কাছে তো টাকার পাহাড় রয়েছে'। অনুব্রত মণ্ডল ইসুতে সুর চড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: 'শুধুমাত্র এক লক্ষ টাকা জরিমানা করাই নয়, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য যে বাড়তি খরচ করা হচ্ছে, সেই সমস্ত টাকাও অনুব্রত মণ্ডলের কাছ থেকে নেওয়া উচিত। সাধারণ মানুষের করের টাকা থেকে কেন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ বহন করা হবে? ওর কাছে তো টাকার পাহাড় রয়েছে'। অনুব্রত মণ্ডল ইসুতে এভাবেই সুর চড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
অনুব্রত মণ্ডল, মহম্মদ সেলিম (ফাইল ছবি)
অনুব্রত মণ্ডল, মহম্মদ সেলিম (ফাইল ছবি)
advertisement

তাঁর আরও দাবি, 'যারা অপরাধী নয়, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে দিনের পর দিন জেল খাটানো হচ্ছে। অথচ অনুব্রত-সহ অন্যান্যরা যারা আসল অপরাধী তাদেরকে সরকার আড়াল করতে আইনি লড়াই করে মোটা টাকা খরচ করছে  তদন্তকে আটকানোর জন্য, শাস্তিকে আটকানোর জন্য। আমরা মনে করি  সত্যকে সামনে আনা দরকার। অথচ এই সরকার ঠিক তার উল্টো কাজটাই  করে চলেছে'।

advertisement

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!

প্রসঙ্গত, দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাত্রা আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট৷ বরং মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য অনুব্রত মণ্ডলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি বিবেক চৌধুরী৷ আগেই দিল্লি হাইকোর্টও জানিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যেতে চাইলে তারা কোনও হস্তক্ষেপ করবে না৷ শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীও আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশই বহাল রাখলেন৷

advertisement

আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা

যদিও অনুব্রতর আইনজীবীর  যুক্তিতেও দিল্লি যাত্রা আটকানো যায়নি৷ ইডি-র আইনজীবী পাল্টা জানান, 'প্রয়োজনে তারা অনুব্রত মণ্ডলকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি নিয়ে গিয়ে এইমস-এ সেরা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবেন৷ দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি চৌধুরী নির্দেশ দেন, কলকাতার কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রতর৷ সেখানকার চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী 

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল