সুকান্ত এদিন মুখ্যমন্ত্রীর ডিভিসি মন্তব্যের পাল্টা দিয়ে জানান, মমতা ‘কৃত্রিম শত্রুতা’ তৈরি করছেন এবং তৃণমূলের বিজয়া সম্মিলনী নিয়ে খোঁচা দিয়ে জানান, তাদের তো ‘ইদ সম্মিলনী’ করার কথা। প্রসঙ্গত, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে ডিভিসির জল ছাড়া নিয়ে একরাশ খুব উগরে দিয়েছেন। সুকান্ত মজুমদারের দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনও সমস্যায় হয় বাম আমলের কথা টেনে সিপিআইএমকে দোষী সাব্যস্ত করেন অথবা রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে ডিভিসির জল ছাড়াকে দায়ী করেন।
advertisement
সুকান্ত মজুমদারের এ বিষয়ে আরও সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালো খো খো খেলা শিখেছেন। কখন কোথায় কিভাবে খো কো খেলার চাল দিতে হয় সে বিষয়ে উনি পারদর্শী তাই আগামী দিনে উনি রাজ্যের খো খো খেলার ট্রেনার নিযুক্ত হতে পারেন”।
শুক্রবার সল্টলেকে বিজেপি দফতরে যে বৈঠক ছিল সে বিষয়ে সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন নির্বাচনে এগিয়ে আসছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে রাজ্যে প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপেন্দ্র যাদবকে নির্বাচিত করা হয়েছে এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে বিপ্লব দেবকে। তাই অবশ্যই তারা দুর্গাপুজো মিটতেই পুরোপুরি ভোট ময়দানেই লড়াইয়ে নামতে চাইছেন।