তবে, জেলে থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে ছক কষতে শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল৷ এ দিন আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসার সময়ই পঞ্চায়েত ভোট নিয়ে কাজ করার বার্তা দিয়ে রাখলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ আসানসোল জেল থেকে বেরনোর সময় অনুব্রত বলেন, 'পঞ্চায়েত ভোট ব্যাপক হবে৷ কর্মীদের বলব তৃণমূলের হয়ে কাজ করতে৷'
advertisement
আরও পড়ুন: কিছুতেই জামিন চাইছেন না অর্পিতা! নেপথ্যে বড় আশঙ্কা, জেলের বাইরে বেরনোও বন্ধ
এ দিন বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে তাঁকে পুরনো একটি মামলায় হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। সেই কারণেই সকাল সাতটার আগেই অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করা হয়। যদিও তাঁর শরীর যে খারাপ তা ফের জানিয়েছেন অনুব্রত৷ একই সঙ্গে জেলে যে তাঁর মন ভাল নেই, তাও ধরা পড়েছে কেষ্টর কথায়৷ অনুব্রত প্রথমে বলেন, 'ভাল আছি৷' তার পরেই নিউজ এইট্টিন বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়, 'শরীর ভাল আছে?' অনুব্রতর সংক্ষিপ্ত জবাব, 'তাই থাকে?'
আরও পড়ুন: বঙ্গ বিজেপিকে কড়া বার্তা সন্তোষের! অনুপস্থিত কেন এত নেতা, গেরুয়া শিবিরে প্রবল গুঞ্জন
এর পর অনুব্রত মণ্ডলকে বলা হয়, কর্মীদের উদ্দেশে কী বলবেন? অনুব্রত বলেন, 'কর্মীদের বলব তাঁদের কাজ তারা করুক।'' অর্থাৎ তিনি যেন বোঝাতে চাইলেন, তাঁকে নিয়ে বিশেষ ভাবিত হওয়ার কিছু নেই। কর্মীরা তাঁদের দলীয় কাজ চালিয়ে যাক। 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন?' এই প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল।
---অনুপ চক্রবর্তী