অনুমতি আগে থেকে নেওয়াই ছিল৷ শুক্রবার বেলা ১১টা নাগাদ তিহাড়ে পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল৷ বেশ কিছুক্ষণ সেখানে থাকার পরে তিহাড় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দোলা৷ জানান, শারীরিক দিক থেকে আপাতত ভালই আছেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে৷
আরও পড়ুন: ‘কেমন আছো অনুব্রত?’, জানতে অবশেষে তিহাড়ে হাজির দুই তৃণমূল সাংসদ! কী কথা হল?
advertisement
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগও তোলেন দোলা৷ বলেন, ‘‘সুকন্যা তো রাজনীতিতেই ছিল না। কিন্তু বাবাকে চাপ দেওয়ার জন্য ওকে গ্রেফতার করা হল। এটা খুবই দুর্ভাগ্যজনক।’’
আরও পড়ুন: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল
বৃহস্পতিবারই গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।