গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। তারপর থেকে বাবার পাশেই তিহাড় জেলে ঠাঁই পেয়েছেন সুকন্যা মণ্ডলও। এর আগে সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রউজ অ্যাভিনিউ কোর্ট। তাঁকেও তিহাড় জেলে নিয়ে হয়। এরপর আদালতের কাছে আবেদন করে জেলেই মেয়ের সঙ্গে দেখা করেন বাবা অনুব্রত মণ্ডল।
advertisement
আরও পড়ুন: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় জোর সওয়াল বিকাশরঞ্জনের, সামনে আনলেন ‘প্রমাণ’! তুমুল চাঞ্চল্য
গরুপাচার মামলায় বাবার পর এখন জেলে থাকতে হচ্ছে মেয়েকেও। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রউজ অ্যাভিনিউ কোর্ট। গ্রেফতার হওয়ার পর ইডি হেফাজতেও ছিলেন সুকন্যা। এই বিষয়ে বিশদে জানতে সুকন্যাকে আরও জেরা করা প্রয়োজন বলেও আদালতে জানিয়েছে ইডি। সেই কারণে তাঁকে নিজেদের হেফাজতে না চাইলেও, জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: জীবনকৃষ্ণের মোবাইলে কার নাম, এবার কাকে ডাক? নিয়োগ দুর্নীতিতে এবার বিরাট মোড়
যদিও গরুপাচারে তিনি কোনও ভাবেই যুক্ত নন বলে আগাগোড়া দাবি করে আসছেন সুকন্যা। ইডি-র জেরায় একদিন আগে তিনি কান্নায় ভেঙে পড়েন বলেও খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, জেরায় সুকন্যা জানান, তিনি কোনও অপরাধ করেননি। ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য তাঁর কাছে নেই। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, বান্ধবীর শরীর খারাপ বলে জানান সুকন্যা। ফোনে বান্ধবীর সঙ্গে কথা বলতে চান। কথা বলতে চান তিহাড়ে বন্দি বাবার সঙ্গেও। যদিও অনুব্রত-কন্যাকে ইডি-র তদন্তকারীরা জানান, তাঁদের হেফাজতে থাকাকালীন দেখা করা সম্ভব নয়। তবে, শেষমেশ দেখা হয় বাবা-মেয়ের। যদিও জেলেই থাকতে হচ্ছে দুজনকে।