সম্প্রতি সিবিআই আধিকারিকরা দাবি করেছিলেন, গরুপাচার মামলায় সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে বাংলা জুড়ে। তদন্তকারীদের অভিযোগ, ওই চালকল ব্যবসায়ীর সঙ্গে এনামুল হকের সংস্থার আর্থিক লেনদেন রয়েছে। সেই সূত্রে ঘনিষ্ঠতা রয়েছে অনুব্রত মণ্ডলের সঙ্গেও। শুধু তাই নয়, এনামুল হকের সংস্থা থেকে প্রচুর টাকা এই চালকল ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বলেও অভিযোগ। সেই বিষয়ে আরও তথ্য জানতেই এ দিন ফের তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, সেই বিষয়ে আরও বেশ কিছু তথ্য মিলেছে।
advertisement
আরও পড়ুন: তৃণমূল সাংসদের বিরাট দুর্নীতি? মামলা বিজেপি নেতার, আদালত দিল বড় নির্দেশ!
প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডের কিংপিন এনামুল হকের সংস্থা হক ইন্ডাস্ট্রির থেকে প্রচুর টাকা এই চালকল ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বলে আগেই জানতে পেরেছিল সিবিআই। সেই টাকা আবার বাইরেও চলে গিয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, হক ইন্ডাস্ট্রির মাধ্য়মে বাংলাদেশেও চাল পাঠিয়েছিলেন রবিন টিব্রেওয়াল।
আরও পড়ুন: দুর্নীতি তদন্ত চলছে গোটা বাংলায়, কিন্তু একটি জেলা নিয়েই বিরাট চিন্তা সিবিআইয়ের! কোন জেলা, কেন?
কীভাবে রবিনের সঙ্গে এনামুল হকের পরিচয়? এত টাকা কীভাবে চালকল ব্যবসায়ীর অ্যাকাউন্টে এল? এই সংক্রান্ত সবটাই জানার চেষ্টা করছেন সিবিআই। সেই সূত্রেই এবার গরু পাচার মামলায় আরও কিছু তথ্য পেল সিবিআই। যা চিন্তা বাড়াতে পারে খোদ অনুব্রত মণ্ডলের থেকে।