আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা, আনিস খান মৃত্যু তদন্তে গঠিত হল ৩ সদস্যের SIT
এদিন সিটের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা প্রথমে বলতে অস্বীকার করেন আনিস খানের (Anis Khan Death Update) বাবা সালেম খান। মঙ্গলবার তাঁদের বাড়িতে যান সিটের দুই সদস্য ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে। তাঁরা আনিসের বাবার সঙ্গে কথা বলে মূল ঘটনা সম্পর্কে জানতে চান। আনিসের বাবা তিনি ছেলের মৃত্যু তদন্তে সিবিআই চান। একই কথা জানিয়েছেন আনিসের দাদাও।
advertisement
আনিস- কাণ্ডের তদন্তে ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের করা হয়েছে। আনিসের (Anis Khan Death Update) বাড়িতে এ দিন যান সিটের সেই উচ্চপদস্থ আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে আমতায় আনিসের বাড়িতে পৌঁছন তাঁরা। পরে যে বাড়ির ছাদ থেকে আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয় সেই ঘটনাস্থলও ঘুরে দেখেন আধিকারিকেরা। তবে আনিসের বাবার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়।
জানা গিয়েছে, এ দিন প্রাথমিকভাবে অফিসারদের সঙ্গে কিছু কথোপকথন হয় আনিসের বাবার। এর আগে সোমবারই আনিসের পরিবারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনিসের পরিবারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পারলে তাঁদের বাড়িতে আসুন, কারণ তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ।
আরও পড়ুন : আনিস মৃত্যুর প্রতিবাদে মহাকরণ অভিযান, উত্তেজনা শিয়ালদহে, অবরুদ্ধ রাজপথ
এ দিকে সিবিআই (CBI) তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। আনিসের প্রতিবেশীরাও একই দাবি জানাচ্ছেন। আনিসের (Anis Khan Death Update) বাবা এ দিন জানান, তিন পুলিশকে সাসপেন্ড করাতেও সন্তুষ্ট নন তিনি। আনিসের বাবা বলেন, ‘পুলিশই খুন করেছে। তাই তদন্ত শুধু সিবিআই করতে পারে। তাঁর আরও দাবি, সাসপেন্ড করে কী হবে! আদালতে হাজির করে দোষী সাব্যস্ত করতে হবে।’