আগামী বুধবার রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের ৷ নিউটনের পাঁচতারা হোটেলে রাত্রি বাস করার পর পরের দিন বৃহস্পতিবার দুটি সরকারি অনুষ্ঠান এবং শেষে সল্টলেকের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিজেপি সূত্রের খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই আগামী বুধবার বঙ্গ সফর বাতিল করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
advertisement
আরও পড়ুন- ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘দানা’ ! এর অবস্থান এখন কোথায়? জারি সতর্কতা
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা অনুষ্ঠানে আগামী রবিবার যোগ দিতে অমিত শাহ কলকাতায় আসবেন।’’ তবে আগামী রবিবার দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার সূচি অমিত শাহের প্রায় চূড়ান্ত হলেও তাঁর পূর্ব সুচি অনুযায়ী আরামবাগ এবং কল্যাণী হয়ে পেট্রাপোলের সরকারি অনুষ্ঠান হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গোটা দেশজুড়ে বিজেপির সদস্যতা অভিযান জোর কদমে চললেও আরজি কর কাণ্ডের জেরে বাংলায় সেই কর্মসূচি কার্যত থমকে রয়েছে।
আরও পড়ুন– ব্যাঙ্ক লকার খোলা, উধাও সোনা-রুপো ! সাধারণ নাগরিকের সম্পত্তির নিরাপত্তা প্রশ্নের মুখে
অমিত শাহের উপস্থিতিতে সেই অভিযানে গতি আনতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। বিজেপির সাংগঠনিক সংবিধান অনুযায়ী প্রতি ছ’বছর অন্তর দলের সদস্য সংগ্রহ অভিযান করার নিয়ম। গত ১৬ অগাস্ট দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা সদস্য সংগ্রহ অভিযানের ঘোষণা করেন। এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। আর এবার ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বড়সড় পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।