এই তালিকায় রয়েছে কলকাতার লেবুতলা পার্কের বিজেপি নেতা সজল ঘোষ পরিচালিত সন্তোষ মিত্র স্কোয়ার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের একটি পুজোও। আগামী সোমবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে কলকাতায় আসছেন অমিত শাহ বলে দাবি করা হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। গতকাল, বুধবার ভার্চুয়ালি বাংলার অসংখ্য পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপিও চাইছে শারদ উৎসবে দলের প্রভাব। আর সেই লক্ষ্যে তারা চাইছে অমিত শাহ কিংবা অন্য কোনও হেভিওয়েট মুখকে পুজোর উদ্বোধনে এনে চমক দিতে। ইতিমধ্যেই উৎসবের মরশুমে রাজ্যজুড়ে জনসংযোগে যাতে কোনও খামতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
advertisement
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বাংলার শারদ উৎসবে বিজেপির প্রভাব বাড়াতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির পক্ষ থেকে যদিও এবার নিজস্ব কোনও দুর্গা পুজোর আয়োজন করা না হলেও কলকাতা এবং জেলায় জেলায় সব পুজোতেই যাতে বিজেপি কর্মী নেতৃত্বরা সক্রিয়ভাবে অংশ নেয় সে ব্যাপারে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আগামী সোমবার পুজোর উদ্বোধনে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। সপ্তমীর দিন আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তবে তাঁদের সূচি এখনও চূড়ান্ত হয়নি।’’