আগামী ৬ মের মধ্যে বিশ্বভারতীর জায়গা ফাঁকা করার জন্য অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার। সেই বিজ্ঞপ্তি উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন: বড় আপডেট! শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা
বেশ কিছু মাস ধরেই চরমে উঠেছে বিশ্বভারতী কর্তপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের এই জমি তরজা। জোর করে নোবেলজয়ীকে উচ্ছেদ করতে চাইছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ইতিমধ্যে তাঁকে একাধিক নোটিসও পাঠানো হয়েছে এই ঐতিহ্যবাসী শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে।
advertisement
সমস্যার শুরু থেকেই অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি, অর্মত্য সেন শান্তিনিকেতনে থাকাকালীন প্রতীচীতে গিয়ে তাঁর জমি-বাড়ি সংক্রান্ত নথিপত্র নিজের হাতে অমর্ত্য সেনকে দিয়ে এসেছেন তিনি৷ যদিও তারপরেও একাধিকবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে বেনজির ভাবে আক্রমণ করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷
সম্প্রতি, কিছুদিন আগেও অমর্ত্য সেনকে জমি খালি করার নোটিস পাঠিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এরপরেই এনিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় রাজ্যের। এমনকি, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নির্দেশ দিয়েছেন, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় সেক্ষেত্রে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসবেন তাঁরা।