TRENDING:

Aliah University Jagdeep Dhankhar: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থায় গ্রেফতার ছাত্রনেতা, রিপোর্ট নিতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

Last Updated:

Aliah University | Jagdeep Dhankhar: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থার এই ঘটনায় তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্যকে গালিগালাজ ও শিক্ষাঙ্গনে প্রায় নজিরবিহীন তাণ্ডব চালানোর অভিযোগে শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে চড় মারার হুমকি দিয়েছিলেন তৃণমূল ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল। অভিযোগ, উপাচার্যের ঘরে রীতিমতো তাণ্ডব করেন গিয়াসুদ্দিন-সহ আরও কয়েকজন যুবক। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শিক্ষামহলে নিন্দার ঝড় ওঠে। এর পর রবিবার অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ।
আলিয়ার ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
আলিয়ার ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
advertisement

আরও পড়ুন : টালমাটাল পাকিস্তান! ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হতেই সুপ্রিম কোর্টে বিরোধীরা

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থার এই ঘটনায় তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Aliah University Jagdeep Dhankhar)। রবিবার একটি ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘ভাইরাল হওয়ায় ভিডিয়োয় যে উদ্বেগজনক পরিস্থিতি ধরা পড়েছে তার প্রেক্ষিতে মুখ্যসচিবকে আগামিকাল দুপুর ১টার মধ্যে সর্বশেষ পরিস্থিতির তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে।’ ‘এই ধরনের পরিস্থিতিতে যেখানে আইন লঙ্ঘনকারী দুর্বৃত্তরা আইনের ভয় ছাড়াই তাদের পথ চলছে, আইন মান্যকারীদের যা অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য’। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে তাঁর ট্যুইট পোস্টে উপাচার্য হেনস্থার ভিডিয়োটিও শেয়ার করেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Aliah University Jagdeep Dhankhar)।

advertisement

প্রসঙ্গত, গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফুর রহমান লিখিত অভিযোগ করেন। এরপরেই গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে। তার বিরুদ্ধে ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ১২০B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংঘটিত অপরাধ, ৩৭৯ ধারা অর্থাৎ চুরি, ৫০৪ নম্বর ধারায় কটুক্তি এবং সেইসঙ্গে ৩৫৩ নম্বর ধারায় সরকারি কর্মীকে হেনস্থা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন : ফের লাফিয়ে বাড়ছে করোনা! চিনে নয়া রেকর্ড সংক্রমণে, ভয় বাড়াচ্ছে ব্রিটেনও

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদ ইতিমধ্যেই লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিনকে দু’বছর আগেই বহিষ্কার করা হয়েছিল। বিবৃতিতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ‘যে ব্যক্তিকে উপাচার্যের উপর আক্রমণ করতে দেখা গিয়েছে, তাঁকে ২০১৮ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনৈতিক কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়। পরবর্তী পর্যায়ে আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল। তখন থেকেই তাঁর সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কোনও রকম সম্পর্ক নেই।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Aliah University Jagdeep Dhankhar: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থায় গ্রেফতার ছাত্রনেতা, রিপোর্ট নিতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল