TRENDING:

Alapan Bandyopadhyay: ছাড়ছেন না আলাপনকে, নির্দেশ প্রত্যাহারের 'অনুরোধে' এবার মোদিকে চিঠি মমতার

Last Updated:

Alapan Bandopadhyay Transfer: প্রধানমন্ত্রীর কাছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়ার নির্দেশ প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জল্পনা ছিলই। বাস্তবে তা ফলেও গেল। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandopadhyay) হঠাৎ কেন্দ্রের ডাকে বিতর্ক চলছিল রাজ্য রাজনীতিতে। আজই নয়াদিল্লিতে গিয়ে রিপোর্ট করার কথা ছিল আলাপনের। কিন্তু জল্পনাকে বাস্তবের রূপ দিয়ে দিল্লি যাচ্ছেন না তিনি। একইসঙ্গে আশা মতোই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে প্রধানমন্ত্রীর কাছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়ার নির্দেশ প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।
advertisement

চিঠিতে মমতা লিখেছেন, 'মাত্র দিনকয়েক আগেই মুখ্যসচিবের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ৩১ মে মুখ্যসচিবের চাকরি জীবনের শেষ দিন হলেও আমাদের অনুরোধে তাঁর তিন মাস চাকরি জীবন বৃদ্ধির অনুমোদন দিয়েছে ভারত সরকার। কোভিড পরস্থিতির কারণেই এই আবেদন ছিল আমাদের তরফে। কিন্তু এমন কী হল যে, তাঁকে ডেকে নেওয়া হচ্ছে!' পাঁচ পাতার ওই চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'বাংলার মানুষের জন্য এখন কঠিন সময়। তাই মানুষের কথা ভেবে এই নির্দেশ প্রত্যাহার করে নিন।' মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এই নির্দেশ বেআইনি, অসাংবিধানিক। রাজ্যে এই মুহূর্তে মুখ্যসচিবের উপস্থিতি প্রয়োজন।'

advertisement

কলাইকুন্ডার বৈঠকের প্রসঙ্গও এদিনের চিঠিতে উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, 'আমি আশা করছি, কেন্দ্রের এই নির্দেশের সঙ্গে আমার সঙ্গে আপনার কলাইকুন্ডার বৈঠকের কোনও যোগ নেই। যদি তাই হয়ে থাকে, তাহলে বলতে হবে এতে মানুষের জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে।' মমতার সংযোজন, 'আমাদের অনুরোধে মেয়াদ বাড়ানোর পরও রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হল কেন? এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং এর ফলে দেশজুড়ে সমস্ত আইএএস অফিসারদের কাজে প্রভাব পড়বে।'

advertisement

মমতার চিঠি

প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করেই এ রকম নির্দেশ দেওয়া কতটা ‘আইনি’ সে প্রশ্নও তুলেছেন প্রাক্তন আমলাদের একটা বড় অংশ। বারবার অভিযোগ করলেও আলাপন ইস্যুতে চূড়ান্ত সংঘাতের পথে না হেঁটে প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে নির্দেশ প্রত্যাহারের আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দেওয়ার কথাও বলেছিলেন তিনি। সেই চিঠি অবশেষে সোমবার দিলেন তিনি। যদিও রাজনৈতিকভাবে আক্রমণ শানাতেও ছাড়ছেন না তিনি। বলেন, 'মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ? আমাকে, মুখ্যসচিবকে এবং রাজ্য সরকারকে অপমান করা হচ্ছে। হার মেনে নিতে পারছেন না বলে প্রতিহিংসার রাজনীতি করছেন। প্রাইম মিনিস্টার স্যার, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আমি বাংলার জন্য তা-ও করতে পারি। কিন্তু এই চিঠি আপনারা ফিরিয়ে নিন।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

সোমবারের চিঠিতে অবশ্য এতটাও আগ্রাসী হননি মুখ্যমন্ত্রী। বরং আবেদনের সুরই বজায় রেখেছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর আর্জিতে এখনও সাড়া দেয়নি কেন্দ্র। অবশ্য আলাপনও দিল্লি যাচ্ছেন না বলেই খবর। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Alapan Bandyopadhyay: ছাড়ছেন না আলাপনকে, নির্দেশ প্রত্যাহারের 'অনুরোধে' এবার মোদিকে চিঠি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল