TRENDING:

Ajanta Biswas: সিপিএমের সঙ্গে সম্পর্কে ইতি, সদস্য পদও নবীকরণ করলেন না অনিল কন্যা অজন্তা

Last Updated:

তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'-য় একটি লেখার জন্য অজন্তাকে শো কজ করা হয় দলের পক্ষ থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সম্পর্ক প্রায় ছিন্নই হয়েছিল৷ এবার পাকাপাকি ভাবে সিপিএমের সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন অজন্তা বিশ্বাস৷ যাঁর অন্য পরিচয়, তিনি সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা৷
সিপিএমের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন অজন্তা বিশ্বাস৷
সিপিএমের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন অজন্তা বিশ্বাস৷
advertisement

সূত্রের খবর, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দলের সদস্যপদ নবীকরণ করেননি অজন্তা৷ ফলে দলের সঙ্গে তিনি সম্পর্কচ্ছেদ করলেন, সেরকমটাই ধরে নেওয়া হচ্ছে৷

আরও পড়ুন: ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল, আটকে গেল বাবুলের শপথগ্রহণ! ফের সংঘাত?

প্রসঙ্গত, অজন্তা বিশ্বাসকে আগেই ছ' মাসের জন্য সাসপেন্ড করেছিল সিপিএম৷ তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'-য় একটি লেখার জন্য অজন্তাকে শো কজ করা হয় দলের পক্ষ থেকে৷ ওই লেখায় মহিলা নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন অজন্তা৷ পেশায় অধ্যাপক অজন্তার জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁকে শেষ পর্যন্ত সাসপেন্ড করে দল৷

advertisement

আরও পড়ুন: 'সিপিএম স্টালিনিস্ট দল!' অজন্তার সমর্থনে জাগো বাংলায় লিখলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা

'জাগো বাংলা'-য় দু'টি কিস্তিতে প্রকাশিত হয় অজন্তার লেখা৷ প্রথম কিস্তি ছাপার পরই সিিপএমের পক্ষ থেকে অজন্তাকে সেই লেখা প্রত্যাহার করতে বলা হয়৷ কিন্তু তা করেননি অজন্তা৷ পরবর্তী সময়ে তাঁকে ছ' মাসের জন্য সাসপেন্ড করা হয়৷ সূত্রের খবর, এর পর আর সিপিএমে নিজের সদস্যপদ নবীকরণ করেননি অজন্তা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অজন্তা অবশ্য প্রথম নন, এর আগে আরএসপি নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী বাম শিবিরকে ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ তৃণমূলের টিকিটে ভোটে জিতে কলকাতা পুরসভার কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন তিনি৷ অজন্তা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেন, তা হয়তো সময়ই বলবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ajanta Biswas: সিপিএমের সঙ্গে সম্পর্কে ইতি, সদস্য পদও নবীকরণ করলেন না অনিল কন্যা অজন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল