২০১৯ সালের লোকসভা ভোটের আগে জনমানসের কাছাকাছি পৌঁছতেও নতুন কর্মসূচির প্রণয়ন করেছিল তৃণমূল। 'দিদিকে বলো' প্রকল্প সেই সময় ভালই সাড়া ফেলেছিল। এরপরে আসে বিধানসভা ভোটের আগে 'বাংলা নিজের মেয়েকেই চায়'৷ তৃণমূলের দাবি, এই দুই প্রকল্পই সফল হয়েছিল।
এবার তৃণমূলের লক্ষ্য পঞ্চায়েত ভোট। তার আগেই তৃণমূলের নতুন কর্মসূচি, 'দিদির সুরক্ষা কবচ'।
advertisement
আরও পড়ুন - Joka Metro: ওয়ান স্টপ সার্ভিস নিয়েই যাত্রা শুরু জোকা মেট্রোর
আরও পড়ুন - যাত্রী নিয়ে আজ দৌড় শুরু জোকা-তারাতলা মেট্রোর
এর মধ্যেই নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। তার উপরে কয়ালা পাচার, গরুকাণ্ড তো রয়েছেই। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং দিদির অত্যন্ত অনুগত অনুব্রত মণ্ডল। এই রাজনৈতিক প্রেক্ষাপটে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির চালু হওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
১৯৯৮-এর ১ জানুয়ারি পথচলা শুরু। এ বছরে ২৫ বছরে পা দিয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে আজ নজরুল মঞ্চে তৃণমূলের মেগা বৈঠক। দলের সমস্ত পদাধিকারীদের হাজির থাকতে বলা হয়েছে এই বৈঠকে। পঞ্চায়েত নিয়ে এদিন শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন, সকলের নজর সেদিকেই।