TRENDING:

Trinamool Congress: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সংহতি দিবসের বড় আয়োজন, ছাত্র-যুবদের সঙ্গে নিয়ে প্রস্তুতি শুরু তৃণমূলের

Last Updated:

বরাবর এই দিনটি পালন করছে তৃণমূলের ‘সংখ্যালঘু সেল’। এ বার সেই দায়িত্ব ছাত্র-যুব সংগঠনকে বেশি করে দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘‘এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দল মনে করেছে, ছাত্র-যুব সংগঠনের আয়োজনে সুবিধা হবে। তাই তাদের হাতে দেওয়া হয়েছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: SIR আবহে এবার সংহতি দিবসে বৃহত্তর সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ ডিসেম্বর এই সভা হবে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে। সভায় উপস্থিত থাকতে পারেন তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশের দায়িত্বে সাধারণত থাকে সংখ্যালঘু সেল। এবার তাদের পাশাপাশি থাকছে ছাত্র-যুবরা। SIR আবহে বারবার বিরোধী দল সংখ্যালঘু ভোট নিয়ে নানা বার্তা দিচ্ছে। এরই মাঝে ৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা SIR এর আরেকটি ধার। সূত্রের খবর, তারপরেই রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।
News18
News18
advertisement

তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, প্রতি বছরের মতো এ বছরও কেন্দ্রীয়ভাবে মেয়ো রোডে আয়োজিত হবে এই কর্মসূচি। যদিও প্রতিবছর সংখ্যালঘু সেল এই অনুষ্ঠানের দায়িত্বে থাকে, এবছর দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনকে। দলের মূল নেতৃত্ব এবং যুব নেতাদের উপস্থিতিতে এবারের সমাবেশ আরও বড় আকার নিতে পারে বলে অনুমান। রাজনীতির কারবারিদের মতে, এসআইআর ঘিরে রাজনৈতিক বিতর্ক, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপির তোপ এই সংহতি দিবসের মঞ্চকে বিজেপিকে আক্রমণের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে ঘাসফুল শিবির।

advertisement

আরও পড়ুন: ‘মা-কে খুন করে দিত, ‘ভারত না থাকলে…,’ মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ শেখ হাসিনার ছেলের

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘সংহতি দিবস তৃণমূলের কাছে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার দিন নয়, বরং বিজেপির ‘ধর্মের রাজনীতি’র বিরুদ্ধে আওয়াজ তোলারও কৌশলগত দিন। দলের তরফে ধর্মনিরপেক্ষতা, সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক অধিকার এবং ‘সাম্প্রদায়িক মেরুকরণ’-এর বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়ে এসেছে। এ বারের সভায় বড় জমায়েত করতে চাইছে তৃণমূল। তবে এবার এই সমাবেশ আয়োজনে বড় ভূমিকা নেবে ছাত্র-যুব সংগঠন। ভোটের আগে সংহতি দিবসের কর্মসূচিতে নেতৃত্ব গোটা দলকেই রাখতে চাইছেন শীর্ষ নেতৃত্ব।’’

advertisement

আরও পড়ুন: ছেলের বিদেশে বিজনেস…মেয়ে WHO-এর কর্তা! শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে অন্যভাবে সাজা পেল মেয়েও, আর ছেলে?

সেরা ভিডিও

আরও দেখুন
কার্তিক লড়াইয়ে মেতে উঠল বেলডাঙা, শহরজুড়ে উৎসবের আমেজ! রাস্তাঘাটে রেকর্ড ভিড়
আরও দেখুন

বরাবর এই দিনটি পালন করছে তৃণমূলের ‘সংখ্যালঘু সেল’। এ বার সেই দায়িত্ব ছাত্র-যুব সংগঠনকে বেশি করে দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘‘এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দল মনে করেছে, ছাত্র-যুব সংগঠনের আয়োজনে সুবিধা হবে। তাই তাদের হাতে দেওয়া হয়েছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Trinamool Congress: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সংহতি দিবসের বড় আয়োজন, ছাত্র-যুবদের সঙ্গে নিয়ে প্রস্তুতি শুরু তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল