শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। তবে শনিবার থেকেই তাঁর অবস্থা উন্নতি হতে শুরু করে৷
আরও পড়ুন Tollywood Breakup: বাস্তবে প্রেম ভাঙল মন ফাগুন-এর পিহু ওরফে সৃজলার, প্রাক্তন প্রেমিক রোহন লিখলেন...
রক্তাল্পতা ও ডায়াবিটিসের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন অভিনেত্রী। সেই সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে তাঁর সবরকম পরীক্ষানিরীক্ষা হয়। তবে সেগুলির রিপোর্টে খুব চিন্তার কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্রনিক অ্যানিমিয়া রয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন Actress in danger: টলি নায়িকা মহাবিপদে? আশঙ্কায় ফেসবুকে পোস্ট করলেন উদ্বিগ্ন পরিচালক
গত সোমবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সূচনাতেও অংশ নিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন তিনি, তবে বিশ্ব চলচ্চিত্র তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে সত্যজিৎ রায়ের 'চারুলতা' হিসাবে। এছাড়াও '২২শে শ্রাবণ', 'সুবর্ণরেখা', 'মহানগর', 'কাপুরুষ', 'শঙ্খবেলা'র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি।
Avijit Chanda