TRENDING:

নিকো পার্কের রাস্তায় পথ দুর্ঘটনা, দ্রুত গতির বাইকের বলি চালক নিজেই

Last Updated:

বাইকে দু’জন ছিল৷ ডিভাইডারে ধাক্কা মারার সময়ই একজন ছিটকে যায় আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকে৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিকো পার্কের আগে পথ দুর্ঘটনা৷ একজনের মৃত্যু হয়েছে৷ একটি বাইক বেপরোয়া ভাবে নিউটাউনের দিক থেকে উইপ্রো ব্রিজ হয়ে বাইপাসের দিকে যাচ্ছিল। ব্রিজ থেকে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক৷ সেই বাইকে দু’জন ছিল৷ ডিভাইডারে ধাক্কা মারার সময়ই একজন ছিটকে যায় আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকে৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
News18
News18
advertisement

নিউ টাউন থেকে বাইপাসের দিকে আসছিল বাইকের চালক৷ দ্রুত গতিতে আসছিল বলে পুলিশ সূত্রে খবর৷ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি পিলারে ধাক্কা মারে৷ বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হয় এবং পিছনে বসে থাকা একজন ছিটকে পড়ে যান৷ স্কুটি চালককে গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বাইকচালকের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছিল। তাঁর মাথা, কোমর ও পায়ে চোট গুরুতর লেগেছিল। বিধাননগর হাসপাতালে তাঁকে ভর্তি করার পর, তাঁর মৃত্যু হয়েছে৷ যিনি বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছে তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি।

advertisement

আরও পড়ুনময়নাতদন্তের দু’টি রিপোর্টই মিলে গেল… বারাসত মেডিক্যাল কলেজ নিয়ে এবার বড় সিদ্ধান্ত… সরিয়ে নেওয়া হচ্ছে মর্গ

সেরা ভিডিও

আরও দেখুন
মেলা জুড়ে বসে জুয়ার আসর, পরম্পরা ও রীতি মেনে জুয়া খেলেন মহিলারা, হাজার হাজার মানুষের ঢল
আরও দেখুন

এর আগে ৫ সেপ্টেম্বর, সকালে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক ৩৯ বছরের মহিলা। জানা গিয়েছে, স্কুটিতে করে অফিস যাওয়ার সময় একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম বনশ্রী পাল, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে একটি কাটআউট দিয়ে ইউটার্ন নেওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। সরকারি বাসটি তখন ডিপোর দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে স্কুটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় ছিটকে পড়েন বনশ্রী পাল এবং গুরুতর আঘাত পান।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিকো পার্কের রাস্তায় পথ দুর্ঘটনা, দ্রুত গতির বাইকের বলি চালক নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল