নিউ টাউন থেকে বাইপাসের দিকে আসছিল বাইকের চালক৷ দ্রুত গতিতে আসছিল বলে পুলিশ সূত্রে খবর৷ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি পিলারে ধাক্কা মারে৷ বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হয় এবং পিছনে বসে থাকা একজন ছিটকে পড়ে যান৷ স্কুটি চালককে গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বাইকচালকের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছিল। তাঁর মাথা, কোমর ও পায়ে চোট গুরুতর লেগেছিল। বিধাননগর হাসপাতালে তাঁকে ভর্তি করার পর, তাঁর মৃত্যু হয়েছে৷ যিনি বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছে তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি।
advertisement
এর আগে ৫ সেপ্টেম্বর, সকালে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক ৩৯ বছরের মহিলা। জানা গিয়েছে, স্কুটিতে করে অফিস যাওয়ার সময় একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম বনশ্রী পাল, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে একটি কাটআউট দিয়ে ইউটার্ন নেওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। সরকারি বাসটি তখন ডিপোর দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে স্কুটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় ছিটকে পড়েন বনশ্রী পাল এবং গুরুতর আঘাত পান।
