TRENDING:

Abhishek Banerjee: দীর্ঘ ৬ মাসের লড়াই! বাংলাদেশ থেকে ফিরেছেন অবশেষে, এবার অভিষেক সাক্ষাতে কলকাতায় আসছেন সোনালি খাতুন

Last Updated:

এই ঘটনায় এই পুশব্যাক করা পরিবারগুলির পাশে দাঁড়ান রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কলকাতা: বাংলাভাষী বলে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল৷ কিন্তু, ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে ও তাঁর ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ এরপরেই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে সীমান্ত পার হন সোনালি খাতুনতারপরে, বীরভূমের রামপুরহাটে বাবার বাড়িতে৷ সেই সোনালি খাতুন এবং তাঁর পরিবার এবার আসতে চলেছেন কলকাতায়৷ আগামী ১৯ ডিসেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা তাঁদের৷

advertisement

অভিযোগ, চলতি বছরের তৃতীয় সপ্তাহে দিল্লির রোহিণী বস্তি এলাকা থেকে আটক করা হয়েছিল সোনালি খাতুনকে৷ গত মে মাসে প্রশাসনের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালিদেরঅনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছিল। এ দিকে সোনালির বাবা ভদু শেখ দাবি করেছিলেন, তাঁর মেয়ের জন্ম বাংলায়। তাঁর বাবা ভাদু শেখের অভিযোগ ছিল, বাংলাভাষী বলেই এমন ঘটনা ঘটেছে তাঁর মেয়ের সঙ্গে৷ পরবর্তীকালে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সোনালি খাতুনকে

advertisement

আরও পড়ুন: কলকাতা উত্তর থেকে সবচেয়ে বেশি নাম বাদ, স্ক্যানারে ১ কোটি ভোটার! তবে খসড়া ভোটার তালিকার পরেও মিলেছে আশ্বাস

এই ঘটনায় এই পুশব্যাক করা পরিবারগুলির পাশে দাঁড়ান রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত।

advertisement

সোনালি-সহ বাংলাভাষীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূল৷ সেই মামলার শুনানি চলাকালীনই মানবতার খাতিরে ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালিকে দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তারপরে দীর্ঘ ৬ মাসের লড়াইয়ের পরে গত ৫ ডিসেম্বর ভারতে ফেরেন সোনালি৷ কিন্তু, তাঁর স্বামী দানিশ শেখ এখনও বাংলাদেশেই বন্দিসোনালির মতোই পাইকরের তরুণী সুইটি এবং তাঁর দুই ছেলে ইমাম এবং কুরবান এখনও রয়েছেন বাংলাদেশেই৷

advertisement

আরও পড়ুন: অবশেষে SIR তালিকা প্রকাশ, electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে কীভাবে খুঁজবেন নিজের নাম? জানুন এক ক্লিকে

ভারতে ফেরার পরে প্রায় চার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোনালি৷ তার পরে তিনি ফিরে যান দর্জিপাড়ার বাড়িতে

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের কেন্দ্রস্থলে থাকা রেলগেট নিত্যযাত্রীদের ভোগাচ্ছে! উঠল সাবওয়ে নির্মাণের দাবি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: দীর্ঘ ৬ মাসের লড়াই! বাংলাদেশ থেকে ফিরেছেন অবশেষে, এবার অভিষেক সাক্ষাতে কলকাতায় আসছেন সোনালি খাতুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল