TRENDING:

Abhishek Banerjee| Tripura| এখনও আটক আইপ্যাক কর্মীরা, এবার ত্রিপুরা ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee| Tripura| বৃহস্পতিবার দুপুরেই দিল্লি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরেই দিল্লি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। লক্ষ্য পড়শি রাজ্যে আটক আইপ্যাক কর্মীদের পাশে থাকা এবং স্থানীয় তৃণমূল কর্মীদের উৎসাহ দেওয়া। যদিও তাঁর আগেই ওই কর্মীদের সঙ্গে দেখা করতে, তাদের মুক্ত করতে, আজই ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। শেষ পাওয়া খবর অনুযায়ী রওনাও হয়ে গিয়েছেন তাঁরা।
advertisement

রবিবার থেকেই ত্রিপুরায় নজরবন্দি হয়ে রয়েছেন আইপ্যাক এর কর্মীরা। অভিযোগ একটি হোটেলে আটকে রাখা হয়েছে। অবশ্য ত্রিপুরা পুলিশের বক্তব্য করোনা  পরীক্ষার জন্যেই ওই ২৩জনকে একটি হোটেলে রাখা হয়েছে। উল্লেখ্য মঙ্গলবার রাতেই ওই ২৩ জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রহস্যজনক ভাবেই কাল তাদের আরও একবার আরটিপিসিআর টেস্ট করানো হয়।

দিল্লি থেকেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজধানীতে এখন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও বুধবার সাংবাদিক বৈঠকে ২৩ জনকে এক সঙ্গে হোটেলে বন্দি করে রাখার ঘটনার কথা তুলে আনেন। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা। তাঁর নির্দেশেই আজ বুধবার সকালেই ত্রিপুরাগামী বিমানে উঠতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আইন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে যাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের 'সবুজ নায়ক'! এই বনাঞ্চল বাঁচিয়েছে বহু মানুষের প্রাণ
আরও দেখুন

সর্বভারতীয় রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে তৃণমূল। বাংলা জয়ের পরেই তারা মনোনিবেশ করেছে ত্রিপুরায়। তৃণমূলের লক্ষ্য ২০২৪ -এর আগেই বিজেপির সাঁকো নাড়িয়ে দেওয়া।সে দিক থেকে দেখতে গেলে লোকসভা ভোটের আগেই ভোট রয়েছে ত্রিপুরা, উত্তরপ্রদেশের মত রাজ্যে তাই এই দুই রাজ্যেই তৃণমূলের তৎপরতা চোখে পড়ার মতো। দাগ কাটতে গেলে ঠিক কীভাবে ঘুঁটি সাজাতে হবে, তা ঠিক করতেই ত্রিপুরায় সরেজমিন তদন্ত শুরু করেছে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee| Tripura| এখনও আটক আইপ্যাক কর্মীরা, এবার ত্রিপুরা ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল