একইসঙ্গে অভিষেক বলেন, আগামী ২৪ তারিখের মধ্যে অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ করতে হবে৷ একতরফা যদি কেউ কমিটি রিলিজ করে তাহলে তা বাতিল করে দেব। দলের স্বার্থে কাজ করুন আপনারা। ২০১৮ আর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে অনেক ফারাক৷ অনেক পার্থক্য থাকবে৷ বিধায়ক- সাংসদ বাছাইয়ের মতো করে ভোট হবে এই পঞ্চায়েতে। আপনারা আপনাদের রেকমেন্ডেশন দলকে পাঠান। সবার সঙ্গে আলোচনা করে নাম পাঠান। এমন কিছু নাম এসেছে যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে৷ তাদের দল প্রার্থী করবে না।"
advertisement
আরও পড়ুন: ৫ কোটি টাকার প্রতারণা! নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের এই ইংরেজি 'শিক্ষকের' বিরুদ্ধে CBI
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ দিয়ে দলকে স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক বলেন, "করে খাওয়ার জায়গা পঞ্চায়েত নয়৷ আপনাদের আবারও বলে দিচ্ছি, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন৷ আপনাদের থেকে প্রাপ্ত তালিকা আমরা নেত্রীর কাছে পাঠিয়ে দেব। মানুষের কাজ করুন। দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের কাছে যাবেন। ব্লক সভাপতিরা যোগাযোগ রাখুন বিধায়কের সঙ্গে। আচ্ছা, আপনারা বুথ কর্মীদের খোঁজ কেন রাখেন না? তাদের বলছি, আপনারা কী ভাবছেন? অফিসে বসে হোয়াটসঅ্যাপে দল চলবে নাকি? পরের ভোটে জিতবেন কি করে? মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান।"