এবার এক্স হ্যান্ডেলেও বিজেপি তথা তাদের জোট এনডিএ-কেও তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তিনি লিখেছেন, ”বিজেপি ভীত (afRAID) আর এনডিএ সন্ত্রস্ত্র (scarED)। দেখুন কীভবে পতন হয় ক্ষমতাশালীদের যখন তাদের ভিতকে নাড়িয়ে দেওয়া হয়। এটাই হল INDIA-র শক্তি।”
এদিকে, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম সদস্য উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)৷ বুধবার সেই দলের মুখপাত্র সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেছিলেন, ‘‘অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি এবং বিজেপি তেমনটা চায়নি। কেন্দ্রীয় সরকার চায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিন।’’
আরও পড়ুন: শরীরে নেই কোনও পোশাক, মন্দারমণির বিচে নদীয়ার কলেজ ছাত্রীর দেহ উদ্ধারে বড় রহস্য
সেই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই এদিন তাঁরা সমন্বয় কমিটির বৈঠক করবেন বলে জানান সঞ্জয় রাউত৷ শিবসেনা (ইউবিটি) নেতা স্পষ্ট বলেন, ‘‘আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ‘ইন্ডিয়া’র সদস্যদের উপর অত্যাচার করছে।’’
আরও পড়ুন: জি-২০ সম্মেলনে চিনের রহস্যময় সেই ব্যাগ! তল্লাশি করতে না দিয়ে পাঠিয়ে দেওয়া হয় চিনা দূতাবাসে
এদিকে, টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে বৃষ্টি মাথায় বেরিয়ে এসে ইডি-র দফতরের সামনেই একের পর এক চ্যালেঞ্জ, একের পর এক হুঁশিয়ারি দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘আমাকে গ্রেফতার করুন! আমাকে গ্রেফতার করলেই আমার স্টেটমেন্ট প্রকাশ পাবে। চ্যালেঞ্জ করছি আমাকে গ্রেফতার করুন৷’’