TRENDING:

বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আসরে তৃণমূল, আগামিকাল আগরতলায় অভিষেক

Last Updated:

আগামিকাল বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামিকাল বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। আগরতলায় তৃণমূলের হয়ে সমীক্ষার কাজ করতে যাওয়া প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের কর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে আগরতলা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজই আগরতলা পৌঁছে যাবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দোপাধ্যায়। বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।
advertisement

ত্রিপুরায় যে বিজেপি-র পায়ের তলার জমি কোর্টের তারা মরিয়া, আই প্যাক কর্মীদের আটকে রাখার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে তা বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রা ত্রিপুরা যাবেন। তারপর অভিষেক নিজেই আগরতলা যাওয়ার সিদ্ধান্ত নেন। আগরতলায় আই প্যাক কর্মীদের গৃহবন্দি করে রাখা নিয়ে এ দিন দিল্লিতেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

advertisement

ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আগরতলায় যায় আই প্যাকের একটি দল। অভিযোগ করোনা বিধিনিষেধের অজুহাতে তাদের আগরতলার হোটেল থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ। যদিও তাদের প্রত্যেকের কাছেই করোনা নেগেটিভ রিপোর্ট ছিল। সোমবারই বিষয়টি নিয়ে সরব হয় ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। এর পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিষেক নিজে ট্যুইট করে অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পেয়েই আই প্যাকের কর্মীদের হেনস্থা করছে বিপ্লব দেব সরকারের পুলিশ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আই প্যাক কর্মীদের হেনস্থার প্রতিবাদ করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

Kamalika Sengupta 

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আসরে তৃণমূল, আগামিকাল আগরতলায় অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল