বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেতা আরও বলেন, ”পা থেকে মাথার চুল পর্যন্ত সব ওদের দু’নম্বরি৷ একটা কথা দিয়ে কথা রাখেনি। বাংলায় হেরে গেছে। তাই বাংলায় যুদ্ধ ঘোষণা করেছে৷ আপনি ইডি, সিবিআই লাগান৷ লড়াই করুন আমাদের সঙ্গে, কিন্তু মানুষের টাকা ছাড়ুন৷ গত কয়েক মাসে ২৪ টা সিবিআই আর ইডি কেস দিয়েছে৷ আর কেন্দ্রীয় এজেন্সির ক্রেডিবিলিটি কী? নারদায় কাগজে মুড়ে টাকা নেওয়া নেতা এখন ওদের মূল নেতা।”
advertisement
আরও পড়ুন: কী দুরবস্থা অনুব্রত মণ্ডলের! জেল থেকে বারবার ছুটতে হচ্ছে, কিন্তু কোথায়? জানলে চমকে উঠবেন
ফের জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ”কালো কাপড় সাদা করছে, এমন ওয়াশিং মেশিন৷ প্রাক্তন বিধায়ক অনেক কিছু বলেছে বিজেপিতে গিয়ে৷ হেরে গিয়ে তৃণমূলে ফিরবে বলে, ১০০ বার দরবার করেছে। ফিরতে চায়। দল মায়ের মতো। বেইমানি করে সুড়সুড় করে ঢুকে যাব, তা হবে না। আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে।”
আরও পড়ুন: নবান্নে ঢুকেই বিরাট চমকে দিলেন মমতা! এমন সারপ্রাইজ দিলেন, শুরু তুমুল তৎপরতা
এরপর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ”রিমোটের বোতাম বনাম ইভিএমের বোতামের লড়াই৷ প্রধানমন্ত্রী ভাবছেন রিমোটের বোতাম টিপে বাংলার টাকা বন্ধ করবেন। জেনে রাখুন বোতাম বনাম বোতাম হবে। আপনার রিমোট কন্ট্রোলের নাকি পাবলিকের ইভিএমের, দেখা যাবে। বোতাম বনাম বোতামের লড়াই হবে৷ মানুষ রুখে দাঁড়ালে প্রধানমন্ত্রীর জামানত জব্দ হবে।”