তৃণমূল সূত্রের খবর, শহরের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই কাজে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করা হবে। তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ পোশাকও তৈরি করা হচ্ছে। ওই পোশাক পরেই রাস্তায় থাকবেন যুব তৃণমূলের কর্মীরা। আগামিকাল থেকেই শুরু হতে চলেছে এই কর্মসূচি৷
আরও পড়ুন: শুভেন্দুর অভিযোগে বেজায় বিপাকে রাজীবা সিনহা! জারি হল আদালত অবমাননার রুল
advertisement
হাওড়া জেলা (সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘‘উৎসবের দিনগুলোয় বহু মানুষ রাস্তায় বের হন। এইসময় তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রতিটি এলাকায় যুব তৃণমূলের কর্মীরা মানুষকে সাহায্য করার জন্য রাস্তায় থাকবেন।’’
তিনি জানান, পুজোর সময় বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসবেন। মানুষের যে কোনও সমস্যায় সবসময় পাশে থাকবেন তাঁরা।