TRENDING:

Abhishek Banerjee || BJP: 'সবই ব্যর্থ হবে'! অভিষেকের জনসংযোগ যাত্রাকে 'তাবু' কটাক্ষ বিজেপির!

Last Updated:

Abhishek Banerjee || BJP: 'মানুষ তৃণমূলের কাছে আর কোনও রাজনীতি প্রত্যাশা করে না'। বলছে পদ্ম শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে কটাক্ষ করল বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন,'অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরে বেরিয়েছেন। আমরা দেখছি খুব সুন্দর সুন্দর বিরাট তাবু ব্যবহার করা হচ্ছে। সম্রাট অন্য রাজ্য আক্রমণ করলে এই ধরনের তাবু ব্যবহার করা হত। সৌখিন রাজপুত্ররা মৃগয়া করতে গেলে এই ধরনের তাবু ব্যবহার করত। উনি কেন বেরিয়েছেন তা উনিই জানেন। তবে ওই তাবু থেকে মানুষের চোখের জল জানা যায় না।
অভিষেককে তীব্র কটাক্ষ!
অভিষেককে তীব্র কটাক্ষ!
advertisement

মানুষ তৃণমূলের কাছে আর কোন রাজনীতি প্রত্যাশা করে না'। শমীক ভট্টাচার্য এও বলেন, 'তৃণমূলের কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কিনা তা নিয়ে কোনও আলোচনার আর প্রয়োজন নেই। তৃণমূল পাহাড় থেকে সাগর চলো অভিযান করতে পারে কিন্তু সবই ব্যর্থ হবে'।

আরও পড়ুন: মোমের আলো জ্বালিয়ে পড়াশোনা...! 'নেট' পরীক্ষায় দুর্দান্ত সাফল্য আজ! চা বাগানের নতুন 'আলো' জয়বাহাদুর রাই

advertisement

পাখির চোখ পঞ্চায়েত ভোট। লক্ষ্য মানুষের পঞ্চায়েত গড়া৷ স্লোগান তৈরি করা হয়েছে, তৃণমূলে নবজোয়ার৷ যা জনসংযোগ যাত্রা ও গ্রাম বাংলার মতামত সংগ্রহের মধ্যে  দিয়ে চলবে৷ আর বাংলার শাসক দলের এই কর্মসূচিতে ৬০ হাজার বুথ, ৩৩৪৩ পঞ্চায়েত পরিক্রমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

এই গোটা পরিক্রমায় ৩৫০০ কিলোমিটার চলবে বিশেষ এক প্রচার বাস৷ যা খানিকটা দিদির দূতের গাড়ির মতোই৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রায় একাধিক জায়গা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভায় খারাপ ফল যে সব জায়গায় হয়েছিল, সেখানে সভা করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাগরদিঘি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: ২০০ কোটি টাকার দুর্নীতি...! অয়ন শীল তদন্তে এবার 'হেভিওয়েট' যোগ! পুরসভা কাণ্ডে বিরাট পর্দাফাঁস ইডির

সম্প্রতি সেখানে উপনির্বাচনে হেরেছে তৃণমূল৷ জন সংযোগ যাত্রায় যাবেন নানুরেও৷ বীরভূমের তিনটি কেন্দ্রে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুর, নন্দকুমার, পাঁশকুড়াতেও যাবেন৷  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা ও বাঁকুড়ায় এই টানা দুমাসের কর্মসূচিতে বেশি সময় দেবেন অভিষেক বলে তৃণমূল সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee || BJP: 'সবই ব্যর্থ হবে'! অভিষেকের জনসংযোগ যাত্রাকে 'তাবু' কটাক্ষ বিজেপির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল