তাঁর কথায়, 'তৃণমূল কংগ্রেস মানুষের সামনে মাথা নীচু করবে, দিল্লির কাছে নয়। শুভেন্দু অধিকারী বেইমান, গদ্দার, ঘুষখোর। ভাববাচ্যে না বলে সরাসরি অভিষেককে তোলাবাজ বলো। তাহলে হাইকোর্টে নিয়ে যাব ১০ দিনের মধ্যে।' অভিষেকের কথায়, 'এই যে আজকে এত বড় সমাবেশ, দেখবেন আবার চার-পাঁচ দিনের মধ্যেই কিছু একটা করবে। কারণ ওদের রাজনৈতিক ভাবে লড়ার ক্ষমতা নেই। আর আমরা মাথা নত করব না।'
advertisement
আরও পড়ুন: বিলকিস বানোর দোষীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক 'আহিম'-এর, জানুন
অভিষেকের হুঙ্কার, 'কোভিডের কারণে দু'বছর সমাবেশ বন্ধ ছিল। ২১ জুলাইয়ের মতোই রেকর্ড সমাবেশ। ১০-০ গোলে হারাব। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে লড়াই পরে করবে, আগে তো আমাদের সঙ্গে লড়াই কর। দেশনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি। আজকের সভার আওয়াজে দিল্লি আর গুজরাত যেন কাঁপে।'
আরও পড়ুন: পুজো অনুদান কেন, শুনানি শুরু হাই কোর্টে! রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ
অভিষেকের চ্যালেঞ্জ, 'বলছে তৃণমূল কংগ্রেস বেইমানি করছে, কীসের বেইমানি? কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার দেওয়া? বিজেপির অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সেটাই রাগ ওদের৷ গায়ের জ্বালা এটাই ওদের৷ বাগদার একটা গ্রামে শিশু-সহ মাকে ধর্ষণ করছেন। এটাই মোদি-শাহের নতুন ভারত। এই বিএসএফের নাকের ডগা দিয়ে গোরু পাচার হয়৷ সিআইএসএফ থাকলেও কয়লা পাচার হয়। পাচারের টাকা কেন্দ্রে যায়। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।' পাশাপাশি ছাত্র-যুবদের অভিষেকের পরামর্শ, 'শনি-রবিবার ছাত্র-ছাত্রীরা মানুষের বাড়িতে যান। গরীব মানুষের পাশে দাঁড়িয়ে যান। সাহায্য করুন।'
