আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় লোকসভা ও বিধানসভায় নির্বাচনে খারাপ ফল করেছিল তৃণমূল। দলীয় অন্তর্দন্তে উঠে এসেছিল, এই সমস্ত জায়গায় সাংগঠনিক দিক থেকে মোটেও ভাল জায়গায় নেই তারা। এর মধ্যে আলিপুরদুয়ার ও বাঁকুড়ায় লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনেই ফল খারাপ হয়েছিল। দিনাজপুরে খারাপ ফল হয় লোকসভা নির্বাচনে। একুশের বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয় আরামবাগ। সব কিছু দখেশুনে তাই জেলা সফরের প্রথম পর্বে এঅই সমস্ত জায়গাতেই প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।
advertisement
আরও পড়ুন: এক বছরে ৩ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করে তাক লাগিয়ে দিলেন ৩ TC, আপনি টিকিট কাটেন তো?
দলীয় সূচি বলছে,
৮ এপ্রিল - আলিপুরদুয়ার
১২ এপ্রিল - বাঁকুড়া
১৭ এপ্রিল - পূর্ব বর্ধমান
২০ এপ্রিল - উত্তর দিনাজপুর
২৯ এপ্রিল - আরামবাগ
আরও পড়ুন: মাঝরাতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন, আর চটকাবে না ঘুম, আপনাকে ডেকে দেবে ভারতীয় রেল!
এগুলি অবশ্য সম্ভাব্য তারিখ। এছাড়া এই সব জায়গায় সংগঠনের রাশ আলগা বলেই অভিযোগ রয়েছে দলের নিচুস্তর থেকেই। তাই এখানেই পঞ্চায়েত ভোটের আগে বাড়তি নজর।
