Indian Rail: এক বছরে ৩ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করে তাক লাগিয়ে দিলেন ৩ TC, আপনি টিকিট কাটেন তো?

Last Updated:
রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুযায়ী, ভুল পথে ভ্রমণ করলে ৬ মাসের জেল, ১ বাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। এছাড়া, রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় অপ্রয়োজনীয় অ্যালার্ম টানা এবং অন্যান্য বেআইনি কাজ করার জন্য শাস্তি ও জরিমানার বিধান রয়েছে।
1/7
মনের ভুলে বা তাড়াহুড়়োয় ট্রেনের টিকিট কাটতে ভুল হতেই পারে। কিন্তু জানেন কি, অনেকে ইচ্ছে করেই ট্রেনের টিকিট কাটেন না। আর তাঁদের মধ্যে বেশিরভাগ যাত্রীই ধরা পড়ে যান টিকিট চেকারের হাতে। দিতে হয় কড়কড়ে জরিমানা। এবছর চেন্নাইয়ের মাত্র ৩ জন টিটি যতটাকা জরিমানা আদায় করেছেন, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ৩ জন টিকিট চেকার বিনা টিকিটে ট্রেনে চড়া যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন প্রায় ৩ কোটি টাকা। এই অঙ্কটা শুধুমাত্র ১ এপ্রিল ২০২২ থেকে ১৬ মার্চ ২০২৩-এর চেন্নাই রেলওয়ে বিভাগে।
মনের ভুলে বা তাড়াহুড়়োয় ট্রেনের টিকিট কাটতে ভুল হতেই পারে। কিন্তু জানেন কি, অনেকে ইচ্ছে করেই ট্রেনের টিকিট কাটেন না। আর তাঁদের মধ্যে বেশিরভাগ যাত্রীই ধরা পড়ে যান টিকিট চেকারের হাতে। দিতে হয় কড়কড়ে জরিমানা। এবছর চেন্নাইয়ের মাত্র ৩ জন টিটি যতটাকা জরিমানা আদায় করেছেন, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ৩ জন টিকিট চেকার বিনা টিকিটে ট্রেনে চড়া যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন প্রায় ৩ কোটি টাকা। এই অঙ্কটা শুধুমাত্র ১ এপ্রিল ২০২২ থেকে ১৬ মার্চ ২০২৩-এর চেন্নাই রেলওয়ে বিভাগে।
advertisement
2/7
রেল একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর এস নন্দ কুমার যথাযথ টিকিট ছাড়া এবং বুক করা লাগেজ ছাড়া ভ্রমণের ২৭,৭৮ টি কেসে জরিমানা আরোপ করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। এটা এখনও পর্যন্ত যে কোনো টিকিট চেকিং কর্মীর সংগৃহীত জরিমানার টাকার সর্বোচ্চ অঙ্ক।
রেল একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর এস নন্দ কুমার যথাযথ টিকিট ছাড়া এবং বুক করা লাগেজ ছাড়া ভ্রমণের ২৭,৭৮ টি কেসে জরিমানা আরোপ করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। এটা এখনও পর্যন্ত যে কোনো টিকিট চেকিং কর্মীর সংগৃহীত জরিমানার টাকার সর্বোচ্চ অঙ্ক।
advertisement
3/7
প্রধান টিকিট পরিদর্শক রোজলিন অরোকিয়া মেরিও বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করে একটি মাইলফলক তৈরি করেছেন। যে কারণে বর্তমানে তিনি ভারতীয় রেলওয়ের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত মহিলা টিকিট-চেকিং কর্মী।
প্রধান টিকিট পরিদর্শক রোজলিন অরোকিয়া মেরিও বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করে একটি মাইলফলক তৈরি করেছেন। যে কারণে বর্তমানে তিনি ভারতীয় রেলওয়ের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত মহিলা টিকিট-চেকিং কর্মী।
advertisement
4/7
এর পাশাপাশি সিনিয়র টিকিট পরীক্ষক শক্তিভেল জরিমানা হিসাবে ১ কোটি ১০ লক্ষ টাকা আদায় করেছেন। ওই বিবৃতিতে, রেলওয়ে কর্মীদের সংগৃহীত জরিমানার অর্থ নিয়ে প্রশংসা করা হলেও, তার পাশাপাশি, যাত্রীদের যথাযথ টিকিট নিয়ে ট্রেনে চড়ারও আবেদন জানানো হয়েছে।
এর পাশাপাশি সিনিয়র টিকিট পরীক্ষক শক্তিভেল জরিমানা হিসাবে ১ কোটি ১০ লক্ষ টাকা আদায় করেছেন। ওই বিবৃতিতে, রেলওয়ে কর্মীদের সংগৃহীত জরিমানার অর্থ নিয়ে প্রশংসা করা হলেও, তার পাশাপাশি, যাত্রীদের যথাযথ টিকিট নিয়ে ট্রেনে চড়ারও আবেদন জানানো হয়েছে।
advertisement
5/7
 টিকিট ছাড়া বা সঠিক টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা বেআইনি। সেই সঙ্গে যাত্রার সময় লাগেজ বহন সংক্রান্তও নিয়ম রয়েছে। কোনও যাত্রী এই নিয়ম না মানলে জরিমানা বা জেল অথবা উভয় শাস্তিই হতে পারে।
টিকিট ছাড়া বা সঠিক টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা বেআইনি। সেই সঙ্গে যাত্রার সময় লাগেজ বহন সংক্রান্তও নিয়ম রয়েছে। কোনও যাত্রী এই নিয়ম না মানলে জরিমানা বা জেল অথবা উভয় শাস্তিই হতে পারে।
advertisement
6/7
 রেলওয়ে আইনের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, পর্যাপ্ত টিকিট বা পাস ছাড়াই ট্রেনে ভ্রমণ করলে জরিমানা করা হয়। এর অধীনে, যাত্রী বা স্টেশন যেখান থেকে ট্রেন শুরু হয়েছিল তার দূরত্বের জন্য, সাধারণ একক ভাড়া এবং অতিরিক্ত ফি অর্থাৎ ₹ 250/- বা ভাড়ার সমান, যেটি বেশি হয়, জরিমানা হিসাবে প্রদেয়।
রেলওয়ে আইনের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, পর্যাপ্ত টিকিট বা পাস ছাড়াই ট্রেনে ভ্রমণ করলে জরিমানা করা হয়। এর অধীনে, যাত্রী বা স্টেশন যেখান থেকে ট্রেন শুরু হয়েছিল তার দূরত্বের জন্য, সাধারণ একক ভাড়া এবং অতিরিক্ত ফি অর্থাৎ ₹ 250/- বা ভাড়ার সমান, যেটি বেশি হয়, জরিমানা হিসাবে প্রদেয়।
advertisement
7/7
একই সময়ে, রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুযায়ী, ভুল পথে ভ্রমণ করলে ৬ মাসের জেল, ১ বাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। এছাড়া, রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় অপ্রয়োজনীয় অ্যালার্ম টানা এবং অন্যান্য বেআইনি কাজ করার জন্য শাস্তি ও জরিমানার বিধান রয়েছে।
একই সময়ে, রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুযায়ী, ভুল পথে ভ্রমণ করলে ৬ মাসের জেল, ১ বাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। এছাড়া, রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় অপ্রয়োজনীয় অ্যালার্ম টানা এবং অন্যান্য বেআইনি কাজ করার জন্য শাস্তি ও জরিমানার বিধান রয়েছে।
advertisement
advertisement
advertisement