Indian Rail: এক বছরে ৩ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করে তাক লাগিয়ে দিলেন ৩ TC, আপনি টিকিট কাটেন তো?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুযায়ী, ভুল পথে ভ্রমণ করলে ৬ মাসের জেল, ১ বাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। এছাড়া, রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় অপ্রয়োজনীয় অ্যালার্ম টানা এবং অন্যান্য বেআইনি কাজ করার জন্য শাস্তি ও জরিমানার বিধান রয়েছে।
মনের ভুলে বা তাড়াহুড়়োয় ট্রেনের টিকিট কাটতে ভুল হতেই পারে। কিন্তু জানেন কি, অনেকে ইচ্ছে করেই ট্রেনের টিকিট কাটেন না। আর তাঁদের মধ্যে বেশিরভাগ যাত্রীই ধরা পড়ে যান টিকিট চেকারের হাতে। দিতে হয় কড়কড়ে জরিমানা। এবছর চেন্নাইয়ের মাত্র ৩ জন টিটি যতটাকা জরিমানা আদায় করেছেন, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ৩ জন টিকিট চেকার বিনা টিকিটে ট্রেনে চড়া যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন প্রায় ৩ কোটি টাকা। এই অঙ্কটা শুধুমাত্র ১ এপ্রিল ২০২২ থেকে ১৬ মার্চ ২০২৩-এর চেন্নাই রেলওয়ে বিভাগে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement