TRENDING:

Investment || রাজ্য আবগারি দফতরে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ, বিস্তারিত জানুন

Last Updated:

Investment || আবগারি দফতর সূত্রে খবর চলতি অর্থবর্ষে মোট ১২০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে রাজ্যে। যার মধ্যে একটি বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটও হবে বলে জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের আবগারি দফতরেও এবার বিপুল পরিমাণ বিনিয়োগ আসছে। সূত্রের খবর প্রায় ১২০০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে আবগারি দফতরের হাত ধরে। তার মধ্যে প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগ হবে একটি বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটকে কেন্দ্র করে। বাকি এক হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে distilled spirit-এর কারখানাকে কেন্দ্র করে। এরকম মোট তিনটি কারখানা কলকাতা সংলগ্ন অঞ্চলে হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন :  ধূপগুড়িতে ‘গণধর্ষিতা’ নাবালিকা, মূল অভিযুক্তর অডিও টেপ ভাইরাল

গত মে মাসের শেষ দিকে যখন রাজ্যে বিয়ার সঙ্কট শুরু হয়েছিল সেই সময়ে একাধিক সংস্থাকে বিয়ার ম্যানুফেকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে রাজ্য সবরকম সুবিধা দেবে বলে বার্তা দেয়, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে চলতি আর্থিক বর্ষে একটি প্রসিদ্ধ সংস্থা কলকাতা সংলগ্ন অঞ্চলে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট ২০০ কোটি টাকা বিনিয়োগ করে করবে বলে সূত্রের খবর। আবগারি দফতর সূত্রে খবর, চলতি বছরে যেভাবে বিয়ার সঙ্কট তৈরি হয়েছিল সে ক্ষেত্রে রাজ্যে বিয়ার ম্যানুফেকচারিং ইউনিট তৈরি হলে চাহিদার সঙ্গে সঙ্গে জোগান দেওয়া সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন :  কলকাতার ক্লাবগুলিতে রোয়িংকে নিরাপদ করতে বিশেষ দাবি ও প্রস্তাব পরিবেশবিদদের

গত আর্থিক বর্ষে রাজ্যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল। শুধু তাই নয়, মদ বিক্রির যে টার্গেট গত অর্থবছরে রেখেছিল রাজ্যের আবগারি দফতর, তা নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই পূরণ করে ফেলেছিল। সেই দিক দিয়ে বিচার করলে রাজ্যে এই তিনটি distilled spirit এর কারখানা গড়ে উঠলে মদের উৎপাদন আরও বাড়বে। হবে একাধিক কর্মসংস্থান ও। সে ক্ষেত্রে বিক্রিও বাড়বে রাজ্যের আবগারি দফতরের। গত আর্থিক বর্ষে সবথেকে বেশি বিক্রি হয়েছিল দেশি মদ। তবে এবারের বিয়ার বিক্রির রেকর্ড দেশি মদের বিক্রিকে পিছনে ফেলে দেবে বলেই মনে করছেন আবগারি দফতরের আধিকারিকেরা। তাই রাজ্যের আবগারি দফতর রাজ্যের ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে সবথেকে বেশি  উৎসাহ দিচ্ছে।  এই বিপুল পরিমাণ বিনিয়োগ আরো বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগে উৎসাহ দেবে বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Investment || রাজ্য আবগারি দফতরে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ, বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল