আরও পড়ুন : ধূপগুড়িতে ‘গণধর্ষিতা’ নাবালিকা, মূল অভিযুক্তর অডিও টেপ ভাইরাল
গত মে মাসের শেষ দিকে যখন রাজ্যে বিয়ার সঙ্কট শুরু হয়েছিল সেই সময়ে একাধিক সংস্থাকে বিয়ার ম্যানুফেকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে রাজ্য সবরকম সুবিধা দেবে বলে বার্তা দেয়, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে চলতি আর্থিক বর্ষে একটি প্রসিদ্ধ সংস্থা কলকাতা সংলগ্ন অঞ্চলে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট ২০০ কোটি টাকা বিনিয়োগ করে করবে বলে সূত্রের খবর। আবগারি দফতর সূত্রে খবর, চলতি বছরে যেভাবে বিয়ার সঙ্কট তৈরি হয়েছিল সে ক্ষেত্রে রাজ্যে বিয়ার ম্যানুফেকচারিং ইউনিট তৈরি হলে চাহিদার সঙ্গে সঙ্গে জোগান দেওয়া সম্ভব হবে।
advertisement
আরও পড়ুন : কলকাতার ক্লাবগুলিতে রোয়িংকে নিরাপদ করতে বিশেষ দাবি ও প্রস্তাব পরিবেশবিদদের
গত আর্থিক বর্ষে রাজ্যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল। শুধু তাই নয়, মদ বিক্রির যে টার্গেট গত অর্থবছরে রেখেছিল রাজ্যের আবগারি দফতর, তা নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই পূরণ করে ফেলেছিল। সেই দিক দিয়ে বিচার করলে রাজ্যে এই তিনটি distilled spirit এর কারখানা গড়ে উঠলে মদের উৎপাদন আরও বাড়বে। হবে একাধিক কর্মসংস্থান ও। সে ক্ষেত্রে বিক্রিও বাড়বে রাজ্যের আবগারি দফতরের। গত আর্থিক বর্ষে সবথেকে বেশি বিক্রি হয়েছিল দেশি মদ। তবে এবারের বিয়ার বিক্রির রেকর্ড দেশি মদের বিক্রিকে পিছনে ফেলে দেবে বলেই মনে করছেন আবগারি দফতরের আধিকারিকেরা। তাই রাজ্যের আবগারি দফতর রাজ্যের ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে সবথেকে বেশি উৎসাহ দিচ্ছে। এই বিপুল পরিমাণ বিনিয়োগ আরো বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগে উৎসাহ দেবে বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়