TRENDING:

Violence in 4th phase Election: শিশুকে মারের প্রতিবাদ করতেই বাহিনীর এলোপাথাড়ি গুলি! ৪টি প্রাণের বলিতে রিপোর্ট চাইছে কমিশন

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন, গুলি লেগেছে নিরীহ মানুষের গায়ে, যাদের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্কই ছিল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাথাভাঙা: বেনজির ঘটনা রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মাথাভাঙায় গুলি চলল। মাথাভাঙার জোরপাকাটিতে গুলি চালানোয় অভিযুক্ত কোনও রাজনৈতিক দল নয়, অভিযুক্ত স্বয়ং কেন্দ্রীয় বাহিনী (CISF)। ঘটনায় গোটা এলাকা স্তব্ধ, স্তম্ভিত গোটা মাথাভাঙা। কমিশন কার্যত স্বীকারও করেও নিয়েছে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনীই। এই নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করছে নির্বাচন কমিশন। মৃতদের নাম হামিদুল হক, হামিউল হক, নুর আলম,মনিরুল হক। এছাড়াও অন্তত পাঁচজন আহত। প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন, গুলি লেগেছে নিরীহ মানুষের গায়ে, যাদের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্কই ছিল না।
advertisement

তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দোলা সেন এ দিন বলেন, "কেন্দ্রীয় বাহিনী পরিধি লঙ্ঘন করছে, এই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তখন তাঁকে দুবার শো-কজ করেছে নির্বাচন কমিশন। আজ যখন সাধারণ মানুষ মারা যাচ্ছে, জবাব কে দেবে। এই মুহূর্তে ভোটচলাকালীন আইনশৃঙ্খলা রাজ্যের হাতে নেই। সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এর জবাব চাই। মানুষ শো-কজ করছে, কমিশন জবাব দিক।" পার্থ চট্টোপাধ্যায় বলছেন, "এই ঘটনা বাংলায় কোনও দিন ঘটেনি"।

advertisement

সূত্রের খবর, ঘটনার পর বাহিনী ওই এলাকা ছেড়ে চলে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এদিন ভোট হচ্ছিল অবাধ এবং শান্তিপূর্ণ ভাবেই। একটি ছোট বাচ্চাকে মারার ঘটনায় কিছু লোক বিক্ষোভ দেখাতে শুরু করে। এই কথাকাটাকাটির ফলে উত্তেজনা তৈরি হয়। তখনই এলোপাথাড়ি গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বিজেপি নেতা নিশীথ প্রামাণিক বলেন," তৃণমূল কংগ্রেসের কাছে অস্ত্র রয়েছে। সন্ত্রাসের বাতাবরণ কোচবিহারে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট শান্তিপূর্ণ হতো না। বাহিনীর দিকে আঙুল তোলা ভুল।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এই মুহূর্তে থমথম করছে শীতলকুচি। স্থানীয়দের মত, কেন্দ্রীয় বাহিনী সামান্য সংবেদনশীল হলে চারটি তাজা প্রাণের চলে যাওয়া আটকানো যেত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Violence in 4th phase Election: শিশুকে মারের প্রতিবাদ করতেই বাহিনীর এলোপাথাড়ি গুলি! ৪টি প্রাণের বলিতে রিপোর্ট চাইছে কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল