২'রা জানুয়ারি পাথর ছোড়ার মুহূর্তের ছবি ভেতর থেকে ধরা পড়লেও, অন্ধকার হয়ে যাওয়ায় বাইরে থেকে তা ধরা পড়েনি। এই অবস্থায় নাইট ভিশন ক্যামেরা ট্রেনের বাইরের অংশে ব্যবহার করতে চায় রেল। যার ফলে ট্রেন চলাচলের প্রতি মুহূর্ত অন ক্যামেরা রেকর্ড হয়ে যাবে।
৩'রা জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মুহূর্তের ছবি ট্রেনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে।
advertisement
গত ২ জানুয়ারি হামলা হয় মালদহ স্টেশন ঢোকার আগে। সেই সময় সি১৩ কোচের দরজা ভেঙে যায়। আবার গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের সি থ্রি ও সি সিক্স কামরা। এমনই অভিযোগ জানিয়েছিল রেল।
এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফে গত বুধবার ভাল করে পরীক্ষা করা হয় ট্রেনটিকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা এসে ট্রেন সেটটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন। ট্রেনের ক্যামেরায় থাকা সব ছবি উদ্ধার করা হয়। মোটরম্যানের ক্যাব ও সাইড ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করা হয়।
তাতেই দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছে। রেলের তরফে জানানো হয়েছে তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে।
আরও পড়ুন, ‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী
আরও পড়ুন, বড় খবর! ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কাঁপল দিল্লিও
ইতিমধ্যেই তাদের তিনজনকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে। গত ২'রা জানুয়ারির ঘটনার তদন্তও রেল শুরু করেছে। এক্ষেত্রেও হাতিয়ার ট্রেনের ক্যামেরায় ওঠা ছবি। তবে সেই ভিডিও রাতের বলে দোষীদের চিহ্নিতকরণের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে।