‘‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য আসামীদের জেলে এই ঠান্ডায় খাটের ব্যবস্থা করা হোক আবেদন করলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী।

Lawyer Kalyanmoy Banerjee asked for bed in jail for cold in winter- Photo- Representative
Lawyer Kalyanmoy Banerjee asked for bed in jail for cold in winter- Photo- Representative
#কলকাতা: আলিপুর সিবিআই আদালতে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ৭ জনকে জেল থেকে আদালতে এনে তোলা হয়। সিবিআই- এর পক্ষ থেকে আরও ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হলে আলিপুর আদালত ১৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। আসামী পক্ষের আইনজীবীদের জামিনের আবেদন শোনেন সিবিআই জজ অর্পণ কুমার চট্টোপাধ্যায়।
তবে এই মামলায় সিবিআইয়ের অগ্রগতি যে একেবারে গভীরে রয়েছে সেটা বারবার টের পাওয়া যাচ্ছিল আসামী পক্ষের আইনজীবীদের শুনানিতে।  পার্থ চট্টোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা, অসীম সাহা মোট পাঁচজন আসামির বয়স ৭০ কিংবা তার অধিক। এদের কেউ মন্ত্রী ,কেউ আবার উচ্চ পদে চাকুরে ছিলেন।  শিক্ষা দফতরের বিভিন্ন পদ অলংকৃত করেছিলেন।
advertisement
advertisement
তবে শিক্ষা দফতরের সেই পদগুলির অপব্যবহার করে , স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে ছিলেন বলে অভিযোগ।  বৃহস্পতিবার অভিযুক্তদের পক্ষের কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে অভিযোগ করেন, তার মক্কেল কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যদের বয়স ৭০ কিংবা তার বেশি। এই প্রচণ্ড শীতে তাঁদেরকে মেঝেতে বিছানা করে ঘুমোতে হচ্ছে। তাঁরা কেউ ওই ভাবে জীবনযাপনে অভ্যস্ত নয়। ওই আইনজীবী আদালতের কাছে আবেদন করেন যে, তাঁর মক্কেলসহ অন্যান্যদের জন্য জেলে যেন একটি করে খাটের ব্যবস্থা করা হয়।
advertisement
বিচারক আবেদন শোনার পর জানান, তাঁর ক্ষমতা সীমাবদ্ধ। যদি জেলের নিয়মে খাট দেওয়ার ব্যবস্থা থাকে। তাহলে সেই খাটের জন্য সুপারিশ করতে পারেন। বিষয়টি আবেদন আকারে জানানোর পরেই আদালত কক্ষে বেশ গুঞ্জন শুরু হয়।জেলে আসামীদের খাটের জন্য আবেদন ,এর আগে কোন আইনজীবী  করেছেন কিনা!কেউ মনে করতে পারছেন না ।তবে এসপি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত দাবি করেন, তাঁর মক্কেল সহ অন্যান্যদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা থেকে আরম্ভ করে খাবার। কোন কিছুই ঠিকঠাক ব্যবস্থা করছে না জেল কতৃপক্ষ। সে কারণে জেল সুপারকে আদালতে ডেকে পাঠানো হোক সেটা দাবি করেন সঞ্জয় দাশগুপ্ত।
advertisement
SHANKU SANTRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement