বড় খবর! ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কাঁপল দিল্লিও
- Published by:Suvam Mukherjee
Last Updated:
ভূমিকম্পের জেরে জম্মু কাশ্মীরের আশেপাশের রাজ্যগুলিতে কম্পণ অনুভূত হয়।
#জম্মু-কাশ্মীর: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৫.৯। জানা গিয়েছে কম্পণ অনুভূত হয়েছে দিল্লি, এনসিআর-এও। আপাতত ভাবে অনুমান করা হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের জেরে জম্মু কাশ্মীরের আশেপাশের রাজ্যগুলিতে কম্পণ অনুভূত হয়। এই ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর মেলেনি। বেশ কিছু এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘাবড়ে যান। বাড়ি থেকেও বেরিয়ে আসেন অনেকে। কিন্তু এখনও পর্যন্ত কোনওরকম ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বছরের শুরুর দিন অর্থাৎ গত ১লা জানুয়ারি দিল্লি এনসিআরেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। তথ্য অনুসারে, ১লা জানুয়ারি ভোরে দিল্লি-এনসিআরে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত ১২ নভেম্বর দিল্লি-এনসিআরে কম্পণ অনুভূত হয়েছিল।
advertisement
advertisement
মাত্র মাস দুয়েক আগেই ভূমিকম্পের জোড়া কম্পনে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭ মাত্রা। তার জেরে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয় কম্পন। সিয়াং জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 8:22 PM IST