কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় একুশে জুলাই-এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে অনেকে হারিয়ে যান। আবার অনেকেই নানান সমস্যার মধ্যে পড়েন। সেখান থেকে তাঁরা কীভাবে বেরিয়ে আসবেন বুঝে উঠতে পারেন না।
আরও পড়ুন: ‘মা’ হওয়ার সঠিক ‘বয়স’ কত…? কোন বয়সে মা হলে ‘পারফেক্ট’ জানেন? উত্তর বলে দিলেন গাইনোকোলজিস্ট
advertisement
এবার যাতে সেই সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একুশে জুলাইকে কেন্দ্র করে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সম্প্রতি রবীন্দ্রভবনে অনুষ্ঠিত একুশে জুলাই-এর প্রস্তুতি সভা থেকে সেই বার্তাই সকলের সামনে পৌঁছে দিলেন জেলা সভাপতি রাজিব লোচন সরেন। সেই বিশেষ হেল্প লাইন নম্বরটি হল – ৬২৯৪৫৮৭৫৩৯/৯৮০০৮১৮১৭১ এরই পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন। যাতে স্থানীয় নেতৃত্বদের নম্বর কর্মীদের কাছে থাকে।
এছাড়াও স্থানীয় নেতৃত্বদেরও সকলকে সুষ্ঠুভাবে একুশে জুলাইয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। আর কিছুদিন পরই বাংলায় ২৬-এর নির্বাচন। তার আগেই রয়েছে শাসকদলের একুশে জুলাই। এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে কাতারে কাতারে মানুষ ভিড় করেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে। শাসকদলের নেতা-কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি।
সকলেই যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে তার জন্যই বিশেষ ব্যবস্থা করা হয়েছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। সকলের সহযোগিতার জন্যই দেওয়া হয়েছে দুটি হেল্পলাইন নম্বর। এর থেকে উপকৃত হবেন সকলের এমনটাই আশা করা যাচ্ছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়





