তার আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সোমবার থেকেই জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ চলবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। এই প্রশিক্ষণ চলবে দু’দিনের।
প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক বা সরকারি দফতরে স্থায়ীভাবে কর্মরত কর্মীদের এই পদে নিয়োগ করবে।
advertisement
বুথ লেভেল অফিসারদের কাজে এঁরা সহযোগিতা করবেন। মূলত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় এনুমারেশন ফর্ম পূরণ করতে ভোটারদের সাহায্য করবে এই স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যোই স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 11:34 PM IST
